শেষ আপডেট: 12th December 2023 20:47
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যার বিরুদ্ধে আগেই আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ এনেছিল ইডি এবং সিবিআই। এবার এই বিষয়ে কর ফাঁকি দেওয়ার নোটিস ধরাল আয়কর বিভাগ।
গরু পাচার মামলায় তিহাড়ে জেলবন্দি অনুব্রত ও তার কন্যা। সূত্রের খবর, অনুব্রতর বোলপুরের বাড়িতে সম্প্রতি এ ব্যাপারে আয়কর বিভাগের নোটিস পৌঁছেছে। কিন্তু বাবা-মেয়ে দু’জনেই জেলবন্দি থাকায় তাঁদের হয়ে ওই নোটিস দেখভালের দায়িত্ব বর্তেছে তাঁদের আইনজীবীদের ঘাড়ে। যদিও এ ব্যাপারে অনুব্রতর বোলপুরের আইনজীবী কোনও মন্তব্য করতে চাননি।
গরু পাচারের অভিযোগে গত বছরের অগস্টে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এরপরই বীরভূম জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে অনুব্রতর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তদন্তকারী সংস্থা আগেই অনুব্রত এবং তাঁর কন্যার আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পর্কের তথ্য জানিয়েছিল আদালতকে।
সূত্রের খবর, সম্প্রতি এ ব্যাপারে তদন্তে নেমেছিল আয়কর বিভাগও। তাদের হাতেও এসে পৌঁছেছে মণ্ডল পরিবারের আর্থিক অসঙ্গতির তথ্য। এ ব্যাপারেই এবার কারণ দর্শানোর জন্য অনুব্রত ও তাঁর মেয়েকে নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই বীরভূমের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে জেলা তৃণমূল নেতৃত্বর তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া।