শেষ আপডেট: 20th October 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ হতে না হতেই বোমাবাজিতে তেতে উঠেছিল মুর্শিদাবাদে সালার। একই দিনে রানিনগরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। দুই ঘটনাতেই আক্রান্ত হয়েছে তৃণমূল। বহরমপুরে তৃণমূল কর্মী প্রদীপ দত্তকে খুনের অভিযোগ উঠেছিল। এবার তৃণমূল নেতার খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল জেলা পুলিশ।
বহরমপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি জমি বেচাকেনা নিয়ে বিবাদে জড়িয়েছিলেন প্রদীপ। পুলিশ বলছে, এলাকায় সদ্য প্রোমোটারি ব্যবসা শুরু করেছিলেন তিনি। সদ্য তাঁর সঙ্গে বেশ কিছু ব্যবসায়ীর ঝামেলা শুরু হয়েছিল। আচমকা জমি ব্যবসায় নেমে প্রদীপের উত্থান ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রদীপেরই একটি নির্মীয়মাণ কাজকে কেন্দ্র করেই এক ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, সেখান থেকেই খুনের সুপারি দেওয়া হয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জেলা পুলিশ নিশ্চিত তৃণমূল নেতাকে খুনের জন্য বেশ কয়েকজন শুটারকে সুপারি দেওয়া হয়েছিল।
জানা যাচ্ছে, তৃণমূল নেতার উপর নজরদারি চালানোর জন্য মোটা টাকার বিনিময়ে স্থানীয় যুবক বুবাই দাসের সঙ্গে চুক্তিও করা হয়। শুক্রবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তদন্তকারীরা জানাচ্ছেন।
প্রসঙ্গত, বহরমপুরের রাধার ঘাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত এদিন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। অভিযোগ সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পর পর সাতবার গুলি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।