শেষ আপডেট: 20th August 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতা-সহ দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। তারই মাঝে ভর সন্ধেয় নিউটাউনের ফাঁকা রাস্তায় এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল। যদিও এক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয়ে তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেফতারও করেছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতে ফের নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে।
ধৃত আজিজ মোল্লার (২৩) বাড়ি পাথরঘাটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন ওই নার্স। রবিবার সন্ধেয় তিনি ডিউটি সেরে ফাঁকা রাস্তা দিয়ে ফেরার সময় অভিযুক্ত তাকে প্রথমে কটুক্তি করে বলে অভিযোগ। পুলিশকে ওই নার্স জানান, তিনি প্রতিবাদ জানালে এরপরই শ্লীলতাহানি করে অভিযুক্ত।
রাতেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন ওই নার্স। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত নামে পুলিশ। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় অভিযুক্তকে। সোমবার রাতে বাড়ি থেকেই পুুলিশ গ্রেফতার করে আজিজকে।
গত ৮ অগস্ট আরজিকরে নিজের কর্মস্থলেই ধর্ষণ ও খুন করা হয় এক ডাক্তারি ছাত্রীকে। ওই ঘটনার পর নিরাপত্তা গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশজুড়ে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান উঠেছে। এমন পরিস্থিতিতে নিউটাউনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে জনমানসে। পুলিশ অবশ্য জানিয়েছে, কোথাও কোনও ঘটনা ঘটলে পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে।