শেষ আপডেট: 19th August 2024 08:10
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে পথে নেমে তো প্রতিবাদ চলছেই। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়ছে বিক্ষোভ। আমজনতা থেকে শুরু করে বিশিষ্টরা, সকলেই নানা পোস্ট করছেন নির্যাতিতার বিচার চেয়ে। তবে রাজ্য পুলিশ শুরু থেকেই দাবি করে আসছে যে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কারণে বহু মানুষকে পুলিশ লালবাজারে তলবও করেছে। সেই নিয়ে এবার গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনি সহায়তা দেওয়ার কথা বললেন তিনি।
যারা যারা আরজি কর নিয়ে পোস্ট করেছেন তাঁদের মধ্যে অনেককেই লালবাজারে ডাকা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেইসব পোস্ট বা বক্তব্যের সত্যতা যাচাই করতে চায় তাঁরা। আবার ইতিমধ্যে এমন দাবি করা হয়েছে যে, আরজি কর নিয়ে পোস্ট করায় অনেকের সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তার মধ্যে একজন ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তী। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানালেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য কেউ যদি পুলিশের নোটিস পান, তাহলে তিনি তাঁকে আইনি সহায়তা দেবেন।
কলকাতা বা রাজ্য পুলিশ বারংবার অসত্য, প্ররোচনামূলক বা অশান্তি ছড়াতে পারে এরকম পোস্ট করতে বারণ করছে। তাঁদের বক্তব্য, আরজি ইস্যুতে ভুয়ো পোস্টে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, আরজি কর নিয়ে কিছু লেখা হলেই অনেককে নোটিস দেওয়া হয়েছে। কয়েকদিন আগে তো বেশ কয়েকজন সোশ্যাল ইনফ্লুয়েনসরদের তলব করেছিল লালবাজার। রবিবার আবার তলব করা হয়েছে খোদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। এই ঘটনাগুলির মধ্যে শুভেন্দু বলেছেন, তাঁর আইনজীবী সাহায্যের জন্য তৈরি।
সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, ''আমার নজরে এসেছে যে, রাজ্যের বহু মানুষকে পুলিশ নোটিস দিয়ে বিভিন্ন পোস্ট ডিলিট করতে বলছে বা তাঁদের তলব করা হচ্ছে। তাঁদের কড়া শাস্তি হবে বলে ভয়ও দেখাচ্ছে। এমন নোটিস যারা পাচ্ছেন তারা আমার ইমেল আইডিতে তার প্রতিলিপি পাঠান। আপনাদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমার আইনজীবী আপনাদের সঙ্গে যোগাযোগ করবে।'' শুভেন্দুর সাফ কথা, বাকস্বাধীনতা স্বাস্থ্যকর গণতন্ত্রের মেরুদণ্ড। তাই নিজের মতামত গণমাধ্যমে পোস্ট করার জন্য যদি কেউ হয়রানির শিকার হয়, তাহলে তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেবেন তিনি।
It has come to my notice that various Social Media Users across the State as well as from different parts of the country are receiving notices from @KolkataPolice, @WBPolice and their Cyber Crime Departments, directing them to delete certain posts and threatening them of strict… pic.twitter.com/c88UdHpH04
— Suvendu Adhikari (@SuvenduWB) August 18, 2024