শেষ আপডেট: 10th December 2024 20:50
দ্য ওয়াল ব্যুরো: শুধু সাংগঠনিকভাবে মাঠে ঘাটে পদ্মশিবিরকে বুঝে নেওয়া নয়, এবার সোশ্যাল মাধ্যমেও গেরুয়া শিবিরকে বুঝে নিতে রিল বানানো শুরু করল তৃণমূল।
মঙ্গলবার তৃণমূলের তরফে একটি জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে একটি রিল প্রকাশ করা হয়েছে। যেখানে বিজেপির বিরুদ্ধে অপশাসনের একাধিক অভিযোগ এনেছে জোড়া ফুল।
বস্তুত, বিভিন্ন সভা সমাবেশ থেকে তৃণমূলের নেতা-নেত্রীরা বিজেপি সম্পর্কে যে কথা বলে থাকেন, সেগুলিই মূলত তুলে ধরা হয়েছে এই রিলে।
রিলে ভিডিওর পাশাপাশি গ্রাফিক্সের মাধ্যমে একাধিক বিষয় তুলে ধরেছে তৃণমূল। রিলে শাসকদলের দাবি, প্রতিহিংসার রাজনীতির জন্য বিভিন্ন প্রকল্পে বাংলার ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। একইভাবে 'ওয়াশিং-মেশিন নীতি’ ব্যবহার করে দুর্নীতিবাজ নেতাদের শুদ্ধ করে দলে নেওয়া, বিজেপির বাংলা-বিরোধী মনোভাব এর প্রসঙ্গ টেনেছে তৃণমূল।
.@BJP4India, your #SpotifyWrapped2024 is here and it wasn't a 'Premium' experience at all!
— All India Trinamool Congress (@AITCofficial) December 10, 2024
Time to UNSUBSCRIBE! pic.twitter.com/X8ATCNB3Qa
মোদী জমানায় ভারতীয় টাকার মূল্য কীভাবে রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সেই প্রসঙ্গও উপস্থাপনা করা হয়েছে এই রিলে।
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ৪০০ আসনে জয়ের দাবি করেছিল বিজেপি। তবে সাকুল্যে তাঁদের ২৪০টি আসনে থামতে হয়েছে। এ প্রসঙ্গে জোটসঙ্গীদের উপর নির্ভরশীলতার বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, "রাজনৈতিক সমর্থনের বিনিময়ে বিশেষ প্যাকেজ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে।"
সাকুল্যে ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও। ইতিমধ্যে যা ভাইরাল। এখন দেখার জবাবে কী লেখে পদ্মশিবির। তবে জোড়া ফুল শিবির যেভাবে এবার সোশ্যাল মাধ্যমেও প্রচার শুরু করল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।