শেষ আপডেট: 17th January 2025 23:18
৫০০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই ধর্মস্থান। এই ভগ্নাবশেষ বাঁচাতে এগিয়ে এসেছিলেন গ্রামের মানুষ। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় এক মুসলিম নেতাও। সকলেই চেয়েছিলেন ওই স্থানে মন্দির গড়ে উঠুক। অবশেষে সেই মন্দির গড়ার কাজ শুরু হয়েছে মুর্শিদাবাদে। ২ কোটি টাকা খরচে গড়ে উঠছে দেউলেশ্বর মন্দির।
বাংলায় এখন দেউল সেরকম দেখাই যায় না। তবে ৫০০ বছর আগে এই স্থানে মন্দির ছিল বলে মনে করেন পছিপাড়া মৌজার বাসিন্দারা। সেটি ভগ্নাংশে পরিণত হয়ে একটি উঁচু টিলায় পরিণত হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস, এখানে মহাদেব বিরাজমান। মোট ৯৩ ডেসিমিটার জায়গা জুড়ে ছিল এই দেউল। তবে বর্তমানে মাত্র ২৭ ডেসিমি জায়গাই পড়ে রয়েছে। এই অংশেই মন্দির গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে হয়েছে ভিত পুজো।
এই মন্দির তৈরির আগে বাধা ছিল সরকারি রেকর্ড। সেখানে জমির মালিক হিসাবে গ্রামের কয়েকজন মুসলিম ধর্মাবলম্বীর নাম রয়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল মন্দির উদ্যোক্তদের। তাই সে বিষয়ে সহযোগিতা করতেই এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম। তবে শুধু মাহে আলমই নন, কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষও এই দেউল আগলে রেখেছেন।
মুসলিম নেতা মাহে আলমের উদ্যোগেই মূলত গড়ে উঠছে দেউলেশ্বর মন্দির। বর্তমানে যেখানে সংখ্যাগুরু-সংখ্যালঘু ইস্যুতে এত বিবাদ, বাংলাদেশের ঘটনা নিয়ে তোলপাড় চলছে, সেই সময়ে মুর্শিদাবাদের এই ঘটনা সত্যিই খুশি করে সকলে। সংখ্যালঘু সম্প্রদায় ও তাঁদের নেতার সহযোগিতা পেয়ে খুশি গ্রামের হিন্দুরাও।