Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বাচ্চা ছেলের চোখে বাবাকে খোঁজার গল্প! আসছে দর্শনা-বনির ‘কেয়ার অফ এ জার্নি’বলিউডে বৃষ্টি নামলেই… প্রেম, যন্ত্রণার সঙ্গে গল্পেও বদল আসে!কাদায় আটকে অ্যাম্বুলেন্স, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১০ কিলোমিটার হাঁটলেন গ্রামবাসীরাEng vd Ind: ব্রিটিশরা ভয় পাচ্ছে গিলকে, স্টোকসদের উত্তর খুঁজতে বললেন প্রাক্তন তারকাOperation Sindoor: পাকিস্তানকে সাহায্য করেছিল চিন? দাবি উড়িয়ে দিল বেজিংপাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগ! বর্ধমান থেকে দুই যুবককে গ্রেফতার করল এসটিএফ‘ব্যাট হাতে ব্র‍্যাডম্যান, নেতৃত্ব দশে দশ!’ শুভমান গিলের মাস্টারক্লাসে মুগ্ধ রবি শাস্ত্রীঅ্যাম্বুলেন্স বিকল, সাহায্যের হাত বাড়াল ট্রাফিক পুলিশ, দুর্যোগে আশার আলোবাবার নামেই বাধা! বচ্চন পদবীই ‘অভিশাপ’হয়ে দাঁড়ায় তাঁর কাছে? অকপট অভিষেকশরীরে আঘাতের চিহ্ন! আনন্দপুরের খাল থেকে উদ্ধার মৃতদেহ, পরিচয় জানার চেষ্টায় পুলিশ

টেলিকমে বড় স্বস্তি, বকেয়া মেটাতে আরও দু’বছর সময় দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো:  অবশেষে এল স্বস্তির বার্তা। টেলিকম শিল্পকে খানিক আশ্বস্ত করে কেন্দ্র জানাল স্পেকট্রাফ ফি এখনই নয়, বকেয়া মেটাতে টেলি সংস্থাগুলি সময় দেওয়া হবে আরও দু’বছর। বিপুল আর্থিক লোকসানের কারণে কোনও সংস্থা ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ুক এটা

টেলিকমে বড় স্বস্তি, বকেয়া মেটাতে আরও দু’বছর সময় দিল কেন্দ্র

শেষ আপডেট: 20 November 2019 13:00

দ্য ওয়াল ব্যুরো:  অবশেষে এল স্বস্তির বার্তা। টেলিকম শিল্পকে খানিক আশ্বস্ত করে কেন্দ্র জানাল স্পেকট্রাফ ফি এখনই নয়, বকেয়া মেটাতে টেলি সংস্থাগুলি সময় দেওয়া হবে আরও দু’বছর। বিপুল আর্থিক লোকসানের কারণে কোনও সংস্থা ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ুক এটা চায় না কেন্দ্র, গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে টেলিকম শিল্পের আর্থিক সঙ্কটের কথা মেনে নিয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর ফলে ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও রিলায়্যান্স-জিও আপাতত প্রায় ৪২,০০০ কোটি টাকার বকেয়া মেটানো থেকে স্বস্তি পাবে। এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) বিপুল লোকসানে ডুবল ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। যা প্রায় ৭৪,০০০ কোটি টাকা। শুধু ভোডাফোন আইডিয়ার ক্ষতিই ছুঁয়েছে ৫০,৯২১ কোটি। সংশ্লিষ্ট মহলের দাবি, কোনও ভারতীয় সংস্থা কখনও এত লোকসান করেনি। এয়ারটেলের ক্ষেত্রে তা ২৩,০৪৫ কোটি। গত মাসে তাদের সেই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। টেলিকম বহুজাতিক ভোডাফোনের  চিফ এগ্‌জ়িকিউটিভ নিক রিড তারপরেই ভারতে তাদের ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চিত বলে ইঙ্গিত দেন। তার জন্য তিনি দায়ী করেন চড়া করের প্রেক্ষিতে সরকারের অসহযোগিতা ও বকেয়া লাইসেন্স ফি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে। টেলিকম শিল্পের দাবি ছিল, স্বল্পমেয়াদে এই কিস্তি মেটানোর সুযোগ না পেলে দীর্ঘমেয়াদে ব্যবসার ক্ষতি হবে। কারণ তীব্র মাসুল যুদ্ধের জেরে অধিকাংশ সংস্থার আর্থিক দশা বেহাল। টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই কেন্দ্রের কাছে ত্রাণ প্রকল্পের আর্জি জানিয়েছিল। টেলিকম সঙ্কট কাটাতে ক্যাবিনেট সচিবের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দফতরের সচিবদের নিয়ে কমিটি গড়েছিল কেন্দ্র। বিভিন্ন সরকারি চার্জ কমিয়ে ত্রাণ প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখছিল সেই কমিটি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর নির্মলা সীতারামন জানান, টেলিকম সংস্থাগুলির আর্জি ও সচিবদের কমিটির সুপারিশের ভিত্তিতেই স্পেকট্রামের বকেয়া মেটানোর সময় আরও দু’বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০২২ সালের মধ্যে বকেয়া মেটাতে হবে সংস্থাগুলিকে।

ভিডিও স্টোরি