শেষ আপডেট: 1st March 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার্থীকে (Madhyamik Student) গণধর্ষণের অভিযোগ উঠল দুই কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যমগ্রামের (Madhyamgram)। ইতিমধ্যে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ (Police), অপর এক কিশোর পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মধ্যমগ্রাম পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সারদা পল্লি মাঠপাড়া এলাকার বাসিন্দা ওই ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই কিশোর একটি ভাড়া বাড়িতে তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, নাবালিকা ওই ছাত্রীর ভিডিও রেকর্ড করে তাকে ভয়ও দেখিয়েছে তারা বলে অভিযোগ। এলাকায় এই কথা জানাজানি হতেই দুই কিশোরের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। অন্যজন পালিয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, নাবালিকাকে কথা জালে ফাঁসিয়ে ছেলেদুটি ওই ভাড়া বাড়িতে গেছিল। সেখানে তাকে যৌন নির্যাতন করে তার ভিডিও রেকর্ড করে। তারপর সেটা দেখিয়েই তাকে ব্ল্যাকমেল করা তারা। ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে বলে খবর। পরে নাবালিকাই বাড়িতে এসে বিষয়টি খুলে বললে এলাকার সকলে তা জানতে পারেন। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং এরই মধ্যে এক কিশোর ধরা পড়ে।
অভিযুক্তদের বয়স ১৮ বছরের বেশি নয় বলেই জানা গেছে। এই বয়সে এত বড় অপরাধ করে যাতে তারা ছাড় না পেয়ে যায় সেই দাবি করেছে এলাকাবাসী। তাদের কড়া শাস্তি দেওয়া হোক, এমনই আর্জি প্রত্যেকের।
বিগত কিছুদিন ধরে এমনিতেই মধ্যমগ্রাম সংবাদ শিরোনামে আছে। পিসিশাশুড়িকে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে মা-মেয়ে। মৃতদেহ টুকরো করে কলকাতা কুমোরটুলি ঘাটে লোপাট করতে গেছিল তারা। এদিকে শনিবারই মধ্যমগ্রামে বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে মা-মেয়ের মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে মা ও মেয়ের। তবে মৃত মহিলার গায়ে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। যা থেকে পুলিশের ধারণা, মৃত্যু নিশ্চিত করে খাবারের সঙ্গে বিষ খাওয়ার পাশাপাশি গায়ে কেরোসিন তেলও ঢালা হয়েছিল। এ বিষয়ে আরও জানতে মৃত মহিলার স্বামী সুমন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন তদন্তকারীরা।