শেষ আপডেট: 16 February 2023 01:28
দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক সঙ্কটে রীতিমতো ধুঁকছে পাকিস্তান (Pakistan)। ক্রমশ জটিল হচ্ছে সেদেশের পরিস্থিতি। জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের ফাঁসে দমবন্ধ অবস্থা পাকিস্তানিদের। আর এবার সমস্ত রেকর্ড ভেঙে সেখানে পেট্রোলের (petrol) দাম পৌঁছল ২৭২ টাকা লিটারে। কারণ, বিদেশি মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মান একধাক্কায় অনেকটা নেমে গেছে। এর ফলেই চড়চড় করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
বুধবারই দেশের অর্থনীতিকে আবার চাগিয়ে তুলতে বিভিন্ন পণ্যের উপর বিশাল অঙ্কের কর চাপিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। পেশ করা হয়েছে মিনি বাজেট। এরপরেই পাকিস্তানের অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয় যে, জ্বালানির দাম একলাফে ২২ টাকা ২০ পয়সা বেড়ে গিয়েছে। এমনিতেই প্রতিদিন বেড়ে চলা অর্থনৈতিক ডামাডোল নিয়ে জেরবার পাকিস্তানি নাগরিকরা। আর এবার পেট্রোলের দামও বেড়ে যাওয়ায় নাভিশ্বাস ওঠার জোগাড়।
আজ, বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানে জারি হয়েছে নতুন দর। লিটার প্রতি পেট্রোলের দর হয়েছে ২৭২ টাকা। যা সর্বকালের সর্বোচ্চ। এক লিটার ডিজেল এখন ২৮০ টাকা। কেরোসিন লিটার প্রতি ২০২ টাকা ৭৩ পয়সা। তার মানে দেখা যাচ্ছে, শুধু গাড়ি চালানোর ক্ষেত্রেই নয়, রান্নার ক্ষেত্রেও ব্যবহৃত জ্বালানি, অর্থাৎ কেরোসিনের দাম বেড়ে গিয়ে সাধারণ গরিব মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! সুনামির সতর্কতা রয়েছে?