শেষ আপডেট: 18th January 2025 07:31
দ্য ওয়াল ব্যুরো: এবার শুনানির সময় অভিযুক্তদের ভার্চুয়ালি হাজির করানো হবে আদালতে।
গত বুধবার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কে পুলিশকে গুলি করে পালিয়ে যায় বিচারাধিন বন্দি। তারপরই সতর্কতা হিসেবে রাজ্যের প্রতিটি সংশোধনাগারে এই নির্দেশিকা পাঠাল কারা দফতর।
সূত্রের খবর, নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা হয়েছে, একমাত্র আদালত অভিযুক্তকে সশরীরে হাজিরার নির্দেশ ছাড়া বাকি ক্ষেত্রে শুনানির সময় অভিযুক্তদের ভার্চুয়ালিভাবে আদালতে হাজির করাতে হবে। একই সঙ্গে বন্দিদের থানা লকআপ থেকে বের করা বা আদালতের এজলাস থেকে গাড়িতে তোলার সময় আরও ভাল করে তল্লাশি চালাতে হবে।
নির্দেশিকায় এও বলা হয়েছে, জেল থেকে আদালত নিয়ে যাওয়া বা আসার পথে কোথাও গাড়ি থামিয়ে বন্দির শৌচালয়ে যাওয়ার আবদার মানা হবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে শাস্তির কোপে পড়তে হবে।
ঘটনার সূত্রপাত গত বুধবার। ইসলামপুর আদালত থেকে আসামিকে বার করে গাড়িতে তোলা পর্যন্ত কোনও সমস্যা ছিল না। গাড়ি বেরিয়েও গিয়েছিল ইসলামপুর আদালতের চৌহদ্দি ছেড়ে। তারপরেই বিপত্তি।
রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে গাড়িতে থাকা দুষ্কৃতী সাজ্জাদ আলম শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামাতে বলে। বারবার সে অনুরোধ করতে থাকায় বাধ্য হয়ে গাড়ি থামায় পুলিশ। সাজ্জাদকে গাড়ি থেকে নামাতেই পুলিশকে লক্ষ্য করে ছুটে আসে পরপর গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। কারা দফতরের আশা, নয়া নির্দেশের ফলে বন্দি পালানোর ঘটনা ঠেকানো যাবে।