শেষ আপডেট: 22nd February 2025 10:00
দ্য ওয়াল ব্যুরো: কটা দিন পরেই মাঠ থেকে ওঠার কথা ছিল নতুন আলুর। তারই আগে অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে চাষের জমি কার্যত জলের তলায়। ফলে প্রায় ১০০ বিঘা জমির আলু (Potato) মাঠেই নষ্ট হতে বসেছে।
বাঁকুড়ার (Bankura) সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামের ঘটনা। গ্রামজুড়ে নেমে আসা কান্নার রোল পৌঁছেছিল প্রশাসনের কাছেও।
খবর পেয়ে সেখানে হাজির হন ব্লকের কৃষি দফতর ও প্রশাসনের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত চাষিদের শুধু ফসল বিমায় ক্ষতিপূরণ দেওয়ায় নয়, সুফল বাংলার মাধ্যমে চাষিদের কাছ থেকে ক্ষতিগ্রস্থ আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। স্বভাবতই হাসি ফুটেছে গ্রামের কয়েকশো পরিবারের মুখে।
ফলে হাঁটু জলে নেমেই মাঠ থেকে আলু তোলার কাজ চলছে। এভাবে প্রশাসন পাশে দাঁড়ানোয় খুশি চাষিরা। তাঁরা বলছেন, এর আগে ডিভিসির ছাড়া জলে আমন চাষ নষ্ট হয়েছিল। ঋণ নিয়ে করা সেই চাষের ধার এখনও মেটেনি। তারই মধ্যে রবি মরসুমে আলু ওঠার আগেই বৃহস্পতিবার টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে মাঠে জল জমে যায়। একই সময় সেচের জন্য ডিভিসি থেকেও জল ছাড়া হয়েছে বলে অভিযোগ।
গ্রামবাসীদের কথায়, রাতারাতি আলু জমিতে এক হাঁটু জল জমে যায়। পর পর দুবার চাষে বিপুল ক্ষতি হওয়ায় শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছিল গ্রামে। সে খবর পেয়েই গ্রামে পৌঁছন স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা।