শেষ আপডেট: 10th March 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: ১ মার্চ থেকে উত্তপ্ত যাদবপুর (Jadavpur University )। ৩ মার্চ থেকে চলছে ক্লাস বয়কট। যাদবপুরের এই অচলাবস্থা কবে কাটবে? তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।
এমন পরিস্থিতিতে সোমবার দুপুর ১টার মধ্যে এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠক না ডাকলে আরও বৃহত্তর আন্দোলন ডাকার হুঁশিয়ারি দিয়েছিল পড়ুয়ারা। দাবি মেনে এদিন বেলা সাড়ে ১১টায় পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। তবে সোমবারের বৈঠকে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা কম। সূত্রের খবর, বৈঠকে পড়ুয়াদের দুই প্রতিনিধির পাশাপাশি রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস এবং বিভিন্ন বিভাগের ডিনরা উপস্থিত থাকতে পারেন।
গত ১ মার্চ ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে রণক্ষেত্রর পরিস্থিতি তৈরি হয়েছিলযাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একাংশ পড়ুয়া। সে সময় মন্ত্রীর গাড়ি ইন্দ্রানুজ রায় নামে এক পড়ুয়ার দেহের ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জখম হয় আরও এক পড়ুয়া।
গোটা ঘটনায় হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। আদালতের নির্দেশের পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর চালক-সহ একাধিকজনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। পড়ুয়াদের দাবি, ১ মার্চের ঘটনায় পড়ুয়াদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে হবে। আরও একাধিক দাবি রয়েছে পড়ুয়াদের। বৈঠক থেকে সমাধান সূত্র বের হয় কিনা, সেটাই দেখার।
এদিকে ইন্দ্রানুজ সত্যিই শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়েছিল কিনা জানতে ব্রাত্যবসুর গাড়ি ফরেন্সিক করাবে পুলিশ। একই সঙ্গে কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে খবর।