শেষ আপডেট: 21st September 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: জামনগর এয়ারবেস থেকে যখন মিগ-২১ বাইসন জেট আকাশে ডানা মেলেছিল, তখন অবাক চোখে ককপিটের দিকে চেয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের দক্ষ অফিসাররা। বায়ুসেনার এয়ার পাইলটদের দৃষ্টিতে ছিল শ্রদ্ধা। জামনগর থেকে গুজরাটের এয়ারবেসে ৩০ মিনিটের উড়ান শেষ করে ককপিট থেকে যিনি নেমেছিলেন, তিনি কোনও পুরুষ এয়ার পাইলট নন, একজন মহিলা। দক্ষ বায়ুসেনা অফিসার, সুদক্ষ পাইলট, ঝকঝকে এক তরুণী—অবনী চতুর্বেদী। ভারতীয় বায়ুসেনার প্রথম এয়ার পাইলট যিনি মিগ-২১ বাইসন জেট উড়িয়েছিলেন। যুদ্ধবিমানের ককপিট জয় করেছিল নারীশক্তি। এই অবনীই এবার ফরাসি রাফাল ওড়ানোর দায়িত্ব পেয়েছেন।
অবনীই প্রথম একা মিগ-২১ যুদ্ধবিমানের ককপিটে বসার সাহস দেখিয়েছিলেন। দ্বিতীয়বার মিগ উড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন এয়ার ফাইটার পাইলট ভাবনা কান্থ। বায়ুসেনা জানাচ্ছে, রাফালের মতো আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ওড়ানোর মতো সাহস ও দক্ষতা দুই আছে অবনীর। আকাশে বহুক্ষণ উড়ানের অভিজ্ঞতাও আছে তাঁর। মিগ-২১ বাইসন জেট ওড়ানো বড় কম কথা নয়। এই মিগ উড়িয়েই পাকিস্তানের এফ-২১ জেটের পিছু ধাওয়া করেছিলেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
অম্বালা বায়ুসেনা ঘাঁটির ১৭ নম্বর স্কোয়াড্রনে যোগ দিয়েছে পাঁচ ফরাসি রাফাল ফাইটার জেট। এই ১৭ গোল্ডেন অ্যারো স্কোয়াড্রন ফের একবার ইতিহাস লিখতে চলেছে। প্রথমবার রাফালের মতো দুর্ধর্ষ ফাইটার জেট ওড়াবেন এক মহিলা এয়ার ফাইটার পাইলট। চিনের পঞ্চম প্রজন্মের জে-২১ চেংড়ু যুদ্ধবিমানের মোকাবিলা করতে পারে ফরাসি রাফাল। মিসাইল ছোড়ার প্রযুক্তিও আছে রাফালের। গর্বের সঙ্গে এমন যুদ্ধবিমানের ককপিটের হাল ধরবেন অবনী।