শেষ আপডেট: 10th May 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির (Imran Khans arrest) পরেই আগুন জ্বলছে পাকিস্তানে। সেই রেশ ছড়িয়েছে অন্যান্য দেশেও। মঙ্গলবার দিনভর ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি, কোয়েটা সহ একাধিক শহরে ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে পথে নামেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা (Pakistan unrest)। শুধু পাকিস্তান নয় আমেরিকা (US) থেকে শুরু করে ব্রিটেন (UK), কানাডা, একাধিক দেশেও পাকিস্তানি নাগরিকরা ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় আমেরিকা, ব্রিটেন ও কানাডার তরফে ভ্রমণ সংক্রান্ত সতর্কতাও জারি হয়েছে।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। ইমরানকে গ্রেফতারের সময় তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে রেঞ্জার্স বাহিনীর। রেঞ্জার্স বাহিনী ইমরানকে মারধর করেছে বলে দাবি করেছে তাঁর দল। এরপরেই কার্যত বিক্ষোভের আগুন জ্বলে ওঠে পাকিস্তানে।
ইমরানের গ্রেফতারির পরেই সারা দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পিটিআই সমর্থকেরা। লাহোর-সহ বেশ কিছু শহরে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়েছে। ইসলামাবাদে জারি হয়েছে ১৪৪ ধারা। পেশোয়ারে পাকিস্তান রেডিয়োর দফতরে আগুন ধরিয়ে দিয়েছেন ইমরানের সমর্থকেরা।
এই পরিস্থিতিতে পাকিস্তানে বসবাসকারী ভিন দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও কানাডার তরফে পাকিস্তানে বসবাসকারী নিজেদের দেশের নাগরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। মার্কিন দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাকিস্তানে সেনা ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার উপরে নজর রাখা হচ্ছে। আগামী ১০ মে মার্কিন দূতাবাসে যে কাউন্সিলর নিয়োগের কথা ছিল, তাও রাজনৈতিক অস্থিরতার কারণে বাতিল করে দেওয়া হয়েছে। কানাডা প্রশাসনের তরফেও বিক্ষোভ-অশান্তি নিয়ে সতর্ক করা হয়েছে।
ঢ্যাঁড়স-ময়ূর-কোকাকোলা লুঠ করল ইমরানের সমর্থকরা, লাহোরে লন্ডভন্ড সেনাকর্তার বাড়ি