শেষ আপডেট: 12th May 2023 11:29
দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হওয়ার ৩ দিন পর জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে (Imran Khan granted bail)।
মঙ্গলবার গ্রেফতার হওয়ার (Imran Khan arrest) পরেই সুপ্রিম কোর্টে মুক্তির আর্জি জানিয়েছিলেন ইমরান খান। মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল সেই আর্জি মঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে বলেছিলেন তিনি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সরাসরি জানিয়েছিলেন, ইমরানের গ্রেফতারি বেআইনি। যেভাবে আধাসেনা ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court) চত্বর থেকে ইমরানকে গ্রেফতার করেছিল, সেই ঘটনারও নিন্দা করে সুপ্রিম কোর্ট। মুক্তির জন্য ইমরানকে হাইকোর্টে আপিল করতে বলে শীর্ষ আদালত।
তারপরেই ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আর্জি জানান ইমরান। একটি উচ্চ নিরাপত্তাযুক্ত কনভয়ে করে শুক্রবার আদালত চত্বরে এসে পৌঁছান তিনি। তারপর অজস্র প্যারামিলিটারি এবং পুলিশ পরিবেষ্টিত হয়ে আদালত ভবনের ভিতরে ঢুকে যান পিটিআই প্রধান।
সূত্রের খবর, এদিন অজস্র পিটিআই সমর্থক আইনজীবী আদালত চত্বরে হাজির হয়েছিলেন। তাঁরা ইমরানের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। 'খান, আপনার অনুরাগীদের গুনে শেষ করা যাবে না,' 'আইনজীবীরা বেঁচে আছে' ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোর্ট চত্বর। তাঁদের দেখে মুষ্টিবদ্ধ হাত মাথার উপর তুলে দেখিয়ে ভিতরে ঢুকে যান ইমরান। তারপরেই বিচারপতি তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। আপাতত দু-সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেলেন প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আল কাদার ট্রাস্ট মামলায় মঙ্গলবারই ইসলামাবাদ আদালতের সামনে থেকে ইমরানকে গ্রেফতার করে পাক আধাসেনা। তারপর থেকেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই সমর্থকদের বিক্ষোভে উত্তাল ভারতের পড়শি দেশ।
২০১৪-র টেটে ৩৬ হাজারের নিয়োগ বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের