শেষ আপডেট: 27th May 2023 06:51
দ্য ওয়াল ব্যুরো: তুমুল গুজব আছে সেনার চাপের মুখে দেশ ছাড়তে পারেন ইমরান খান। এখন দেশে থেকেও তাঁর স্বাধীনভাবে চলাচল বন্ধ (Imran khan can not escape)। খুন হওয়ায় ভয়ে লাহোরের জামান পার্কের বাড়ি থেকে বের হচ্ছেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
এদিকে তাঁকে গ্রেফতারে ইসলামাবাদ হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ আর চারদিনের মধ্যে শেষ হয়ে যাবে।
এমন পরিস্থিতিতে তাঁর দেশ ছাড়ার সম্ভাবনায় জল ঢেলে দিল পাক প্রশাসন (Pakistan)। ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি সহ পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির ৮০ কর্মকর্তার নাম 'এক্সিট কন্ট্রোল লিস্ট ' এর অন্তর্ভুক্ত করেছে প্রশাসন। সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক এই তালিকা তৈরি করেছে। যে পদক্ষেপ থেকে অনেকেই মনে করছেন, এটা গ্রেফতারের পূর্ব প্রস্তুতি।
আলাদা করে নো ফ্লাই লিস্টেও রাখা হয়েছে ইমরানের নাম (Imran Khan)।
স্থল এবং জলপথেও না।
তবে, এরপরও সেনার চাপে ইমরানের দেশ ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অতীতে একাধিক প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর এমন দশা হয়েছে।
এদিকে, দল নিয়েও রীতিমত বিপাকে আছেন এই নেতা। ইমরানের দল ছেড়ে গিয়েছেন ৭০ জন শীর্ষ নেতা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অভিযোগ সেনার চাপের মুখে নেতারা দল ছাড়ছেন। এটা তাঁর প্রতি অনাস্থা নয়।
লক্ষণীয়, দলত্যাগী নেতাদের বেশিরভাগই রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও করেছেন। আসলে আজ কিংবা কাল সেনার হাতে গ্রেফতার হওয়ায় ভয় পাচ্ছেন নেতারা।
গত ৯ মে' র ঘটনার তাই জোরালো নিন্দাও করছেন দলত্যাগীরা। ওই দিন ইমরানকে দুর্নীতির মামলায় গ্রেফতারের পর তাঁর দলের কর্মী সমর্থকদের হিংসাত্মক প্রতিবাদের শিকার হয় পাক সেনার ১০টি ব্যারাক। রাওয়ালপিন্ডির সেনা কমান্ডারের বাংলোয় হামলা চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় সেনার ব্যারাক, গাড়িতে।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, পাকিস্তানের ইতিহাসে কোনও রাজনৈতিক আন্দোলনে এই ভাবে সেনার উপর হামলার নজির নেই। ব্যতিক্রম ১৯৭০-'৭১ সালে পূর্ব পাকিস্তানের মুক্তি যুদ্ধ। ইমরান তাঁর প্রতি সেনা ও সরকারের আচরণকেও '৭১ এর সময়ের সঙ্গে তুলনা করছেন।
কিন্তু অনেকেই মনে করছেন, আবেগ চাগিয়ে ইমরানের বাঁচার উপায় কম। সেনা প্রত্যাঘাত শুরু করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তারা আদালতের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে লাহোর, করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে অলিখিত সেনা শাসন কায়েম হয়েছে মিলিটারি রুল জারি করে।
সেনার রোষে ইমরান, পিটিআই’কে নিষিদ্ধ করার হুঁশিয়ারি মন্ত্রীর, দল ছাড়ছেন বহু নেতাও