শেষ আপডেট: 24th January 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: সারা বছর কোথাও ঘুরতে যাওয়া হোক না হোক, পুজোর ছুটিতে কিন্তু সবার প্ল্যান থাকে বেড়াতে যাওয়ার। এখন পাহাড়ের রাস্তায় গাড়ি করে ঘোরার থেকে বেশিরভাগ মানুষই হেঁটে বাঁ ট্রেক করে ঘুরতে বেশি পছন্দ করেন। তাই অন্তত ৪-৫ দিনের একটা লম্বা প্ল্যান বানাতেই হয়। কিন্তু ট্রেক করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হবে। নিতে হবে নানা রকমের সাবধানতা (Important things for a good Trek)।
ট্রেকিং ব্যাগ - ট্রেকে যাওয়ার জন্য সবথেকে জরুরি জিনিস হল ট্রেকিং ব্যাগ। কোথায় ট্রেক করছেন, কতদিনের জন্য ট্রেক করছেন আর বছরের কোন সময়ে ট্রেকে যাচ্ছেন, এই সমস্ত বিবেচনা করেই ট্রেকিং ব্যাগ বাছা উচিত। সঠিক ব্যাগ নির্বাচন করা এইজন্যেই প্রয়োজনীয়, কারণ পুরো ট্রেকটা আপনাকে ব্যাগ কাঁধে নিয়ে পায়ে হেঁটে করতে হবে। ব্যাগ যত গোছানো এবং হালকা হবে ততই ভাল।
ট্রেকিং স্টিক - ব্যাগের পর যেটা বাছতে হবে সেটা হল মজবুত এবং ভাল মানের ট্রেকিং স্টিক। আপনার ট্রেক যদি বরফের রাস্তায় হয় বা দুর্গম কোনও পথে হয় তাহলে সম্বল এই ট্রেকিং স্টিক। অবশ্যই গাইডের থেকে জেনে নিন কীভাবে এই স্টিক আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি গাইড ছাড়া নিজেরা নিজে ট্রেক করেন তাহলে আগে থেকে এই স্টিকের ব্যবহার জেনে যাওয়াই ভাল।
সঠিক জামাকাপড় নির্বাচন - যেকোনও জায়গায় যাওয়ার আগে যেটা সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হল-কী পরব? ট্রেকিংয়ে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট জামাকাপড় রয়েছে যা পরে ট্রেক করাই শ্রেয়। একটা ভাল জ্যাকেট, যা কেবল ঠান্ডায় শরীর গরম রাখবে তাই নয়, পাহাড়ের অবাধ্য আবহাওয়ার থেকেও বাঁচাবে। জ্যাকেট ছাড়া আরও কিছু গরম জামাকাপড় এবং ভিতরে লেয়ার করে পরার মতো জামাও সঙ্গে রাখতে ভুলবেন না। সঙ্গে ট্রেকিং প্যান্ট আর ট্রেকিং শ্যু। চেষ্টা করবেন এই সবকিছুই যেন ওয়াটার প্রুফ হয়। এই সবকিছুই আপনি ট্রেকিং আইটেম পাওয়া যায় এমন দোকানে পেয়ে যাবেন।
টেন্ট - অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেক করে যাওয়ার মাঝের জায়গা মানুষ টেন্ট পাতেন। টেন্টে থাকার অভিজ্ঞতা যেমন মজার, তেমন দরকার অনেক সাবধানতা। আপনার ট্রেক করে ঘোরার প্ল্যানে যদি টেন্টে থাকার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভাল টেন্ট এবং টেন্টে থাকার যাবতীয় সরঞ্জাম আগে থেকে কিনে রাখা ভাল।
শুকনো খাবার - ট্রেকিং করার মাঝে এমন রাস্তা দিয়ে যেতে হতেই পারে, যেখানে খাবার দোকান খুবই কম অথবা অনেকটা দূরে। তাই অবশ্যই আপনার সঙ্গে কিছু কেক, বিস্কুট জাতীয় শুকনো খাবার রাখুন যাতে খিদে পেলে খাবারেরদোকানে পৌঁছানো পর্যন্ত সঙ্গে থাকা খাবার ওইটুকু পথ হেঁটে যাওয়ার শক্তি জোগায়। আর অবশ্যই সঙ্গে কিছু লজেন্স রাখুন কারণ ট্রেক করার সময় বেশি জল খেলে রাস্তায় বাথরুম খুঁজে পাওয়া মুশকিল। তাই মুখ শুকিয়ে গেলে বার বার জল না খেয়ে মাঝে মাঝে লজেন্স জাতীয় কিছু মুখে রাখতে পারেন।
ওষুধপত্র - শুধু ট্রেকে নয়, যে কোনও জায়গায় অর্থাৎ বাইরে কোথাও ঘুরতে গেলেই সঙ্গে কিছু ওষুধপত্র সঙ্গে রাখা উচিত। আপনার সুগার কিংবা উচ্চ রক্তচাপের মতো অসুখ থাকলে তার ওষুধ তো রাখতে হবে বটেই, সেই সঙ্গে জ্বর, মাথা ব্যাথা, পেটে ব্যথা এই ধরনের কিছু সাধারণ ওষুধও অবশ্যই সঙ্গে রাখবেন।
ভারতসেরা হল বাংলার কিরীটেশ্বরী, সতীপীঠ ছাড়া আর কী কী আছে সেখানে