Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
Calcutta High Court

ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের দ্রুত ক্ষতিপূরণ, না হলে অবমাননার মামলা: হাইকোর্ট

ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

 ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের দ্রুত ক্ষতিপূরণ, না হলে অবমাননার মামলা: হাইকোর্ট

শেষ আপডেট: 15 May 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

 এ ব্যাপারে আক্রান্তদের ক্ষতিপূরণের বিষয়ে রাজ্যকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন। একই সঙ্গে আদালত এও মনে করিয়ে দিয়েছে, নির্দেশ দ্রুত পালন না করা হলে আদালত অবমাননার মামলা রুজু করা হবে।

ক্ষুব্ধ বিচারপতিকে বলতে শোনা যায়, "ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা যদি দ্রুত পালন না করা হয় তাহলে বাধ্য হয়ে আদালত অবমাননার বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।"

এদিন আদালত রাজ্যের অর্থ সচিব এবং রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রের সচিবকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়ে সমাধানসূত্র খোঁজার জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি হবে ৩১ জুলাই। 

গত বছর লোকসভা ভোটের সময় রাজ্যের একাধিক এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল। তাতে একাধিক প্রাণহানির পাশাপাশি বহু ঘরবাড়ি লুট এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। ওই মামলাতে আগেই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত।


ভিডিও স্টোরি