Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক

চিন যাতে না রেগে যায়, সেজন্য বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বদলানো হয়েছিল? অস্বীকার আইএমএফ কর্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি এক নিরপেক্ষ তদন্তে জানা গিয়েছে, চিন যাতে না রেগে যায়, সেজন্য বিশ্ব ব্যাঙ্কের (World Bank) এক রিপোর্টে কিছু পরিবর্তন করা হয়েছিল। একথা জানাজানি হতেই হইচই শুরু হয়েছে নানা মহলে। রিপোর্টে কোনওরকম কারচুপির কথা অস্বীকার

চিন যাতে না রেগে যায়, সেজন্য বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বদলানো হয়েছিল? অস্বীকার আইএমএফ কর্ত্রীর

শেষ আপডেট: 17 September 2021 01:04

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি এক নিরপেক্ষ তদন্তে জানা গিয়েছে, চিন যাতে না রেগে যায়, সেজন্য বিশ্ব ব্যাঙ্কের (World Bank) এক রিপোর্টে কিছু পরিবর্তন করা হয়েছিল। একথা জানাজানি হতেই হইচই শুরু হয়েছে নানা মহলে। রিপোর্টে কোনওরকম কারচুপির কথা অস্বীকার করেছেন আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জিওর্জিয়েভা। ওই রিপোর্ট প্রকাশের সময় তিনি ছিলেন বিশ্ব ব্যাঙ্কের সিইও। ওই রিপোর্ট প্রকাশের পরেই সতর্ক হয়েছে বিশ্ব ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, রিপোর্টে কারচুপির অভিযোগ ওঠার পরে ২০১৮ ও ২০২০ সালের ‘ডুইং বিজনেস’ রিপোর্ট বাতিল করা হচ্ছে। জিওর্জিয়েভা বুলগেরিয়ার নাগরিক। ২০১৯ সালে তিনি আইএমএফের দায়িত্বে আসেন। বিশ্ব ব্যাঙ্ক প্রতি বছর বিনিয়োগকারীদের জন্য একটি তালিকা তৈরি করে। কোনও দেশে ব্যবসার ক্ষেত্রে কড়াকড়ি কম, আর্থিক সংস্কার কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখেন বিশ্ব ব্যাঙ্কের কর্মীরা। ওই তথ্যগুলির ভিত্তিতে কোনও দেশকে তালিকার ওপর দিকে বা নীচে স্থান দেওয়া হয়। ২০১৭ সালের তালিকায় চিনের স্থান ছিল ৭৮ নম্বরে। তার পরের বছরের রিপোর্টে চিনের স্থান হয় আরও নীচে। অভিযোগ, ২০১৮ সালের রিপোর্ট প্রকাশের কয়েক সপ্তাহ আগে বিশ্ব ব্যাঙ্কের তৎকালীন প্রেসিডেন্ট জিম কিম এবং সিইও জর্জিয়েভা কর্মীদের নির্দেশ দেন, যে পদ্ধতিতে বিভিন্ন দেশের র‍্যাঙ্কিং করা হচ্ছে, তার পদ্ধতি বদলাতে হবে। এতে চিনের সুবিধা হয়। তালিকায় চিন ওপরে উঠে আসে। নিরপেক্ষ তদন্তে জানা গিয়েছে, কিম একসময় চিনা প্রশাসনের শীর্ষস্থানীয় অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁরা চিনের নিচু র‍্যাঙ্কিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কী করলে র‍্যাঙ্কিং উঁচুতে উঠতে পারে তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। জর্জিয়েভা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এই রিপোর্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করছি না। রিপোর্টে সন্দেহ প্রকাশ করা হয়েছে, বিশ্ব ব্যাঙ্কের তালিকায় কিছু অনিয়ম করা হয়েছিল। আমি তা মনে করি না।” এই অভিযোগের ফলে জর্জিয়েভার সুনামের ক্ষতি হয়েছে। মার্কিন প্রশাসনের একটি অংশ বহুদিন ধরে অভিযোগ করছিল, বিশ্ব ব্যাঙ্ক চিনের হয়ে কাজ করে। তদন্ত রিপোর্ট প্রকাশের পরে তাঁরা ফের সরব হয়েছেন। মার্কিন ট্রেজারি থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “রিপোর্টে মারাত্মক তথ্য প্রকাশিত হয়েছে। আমরা তথ্যগুলি খতিয়ে দেখছি।” আমেরিকার বক্তব্য, বিশ্ব ব্যাঙ্কের মতো একটি আন্তর্জাতিক সংস্থা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেজন্যই আমরা চেষ্টা করব। জর্জিয়েভা বলেন, তিনি আইএমএফের কাছে নিজের অবস্থান জানিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কর্তারা শীঘ্রই বৈঠকে বসবেন।

ভিডিও স্টোরি