শেষ আপডেট: 1st October 2023 22:22
দ্য ওয়াল ব্যুরো: শহর জুড়ে ডেঙ্গিতে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন। তার উপর টানা বৃষ্টিতে জমা জলে নিয়মিত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে দোসর বিভিন্ন রাস্তায় জমে থাকা আবর্জনার স্তূপ। কলকাতা শহরের পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও আশেপাশের রাস্তায় প্রায়ই দেখা যায় রাস্তার এক পাশে ডাঁই হয়ে রয়েছে আবর্জনার স্তূপ, তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে তাতে হেলদোল নেই সাধারণ মানুষের। এবার এই নিয়ে মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী।
রবিবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টে ইমন লেখেন তাঁর লিলুয়ার বাড়ির সামনেটা যেন ভাগাড়ে পরিণত হয়েছে। লিলুয়ায় গায়িকার বাড়ির সামনেই রয়েছে একটি অটোস্ট্যান্ড। সেখানেই প্রতিদিন জড়ো হচ্ছে রাশি রাশি আবর্জনার স্তূপ। ইমনের দাবি, অনেক বার বলেও এই সমস্যার কোনও সমাধান করা যায়নি। ক্ষুব্ধ গায়িকা এ প্রসঙ্গে সরাসরি আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। বালি পৌরসভাকে রীতিমতো ধিক্কার জানিয়েছেন গায়িকা। পাশাপাশি লিলুয়ার স্থানীয় বাসিন্দাদেরও এই বিষয়ে সরব হওয়ার আবেদন জানিয়েছেন ইমন।
প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের সঙ্গে ইমনের সুসম্পর্কের কথা একরকম সর্বজনবিদিত। ফলে বালি পৌরসভার প্রতি গায়িকার এই সরাসরি অভিযোগের আঙুল তোলা দেখে অবাক হচ্ছেন কেউ কেউ। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের সঙ্গেও পরিচিতি রয়েছে গায়িকার। তবে, ইমনের অভিযোগের আঙুল সরাসরি তাঁর দিকেই। এ প্রসঙ্গে, সংবাদ মাধ্যমকে ইমন জানান, বিধায়ককে জানিয়ে বিশেষ কিছু লাভ হয়নি। জানা গেছে, সেই কারণেই এলাকা পরিস্কারের দাবি নিয়ে এবার মদন মিত্রের দ্বারস্থ শিল্পী।
এ প্রসঙ্গে বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের গলায় যদিও অন্য সুর, তাঁর বক্তব্য, ইমনের সঙ্গে আদৌ আবর্জনা বিষয়ক কোনও কথা হয়নি। পাশাপাশি, বিধায়কের বক্তব্য, ইমন ডোমজুড় বিধানসভার বাসিন্দা, এখন আর লিলুয়ায় থাকেন না তিনি। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন বিধায়ক।