শেষ আপডেট: 9th December 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত রাখল আইএমএ হেড কোয়ার্টার। আইএমএ কলকাতা শাখার সভাপতির আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ফের শুনানির পর সদস্যপদ ফেরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএ হেড কোয়ার্টার।
আরজি কর কাণ্ডে জড়িয়েছিল অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের নাম। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলেও অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো-সহ আরও বেশ কিছু অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয় তাঁদের। তদন্ত কমিটিও গঠন করে স্বাস্থ্য ভবন। কিন্তু ঘটনার চার মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয়। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে।
পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে 'কোটা' ব্যবহার করে পিজিটি-র সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। মেডিক্যাল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ ওঠে বিরুপাক্ষদের বিরুদ্ধে।
বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন প্রত্যাহার করে এর আগে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের হেডকোয়ার্টার জানায়, সাসপেনশন করার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তা মানা হয়নি। পদ্ধতিগত ত্রুটির কারণেই এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই আইএমএ-র বিরুদ্ধে সরব হয় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সংগঠনের অভিযোগ, আরজি কর কাণ্ডের সময় জনরোষের চাপে অভীক-বিরূপাক্ষর বিরুদ্ধে লোক দেখানো পদক্ষেপ করলেও ইচ্ছে করে পদ্ধতিগত ত্রুটি তৈরি করে রাখা হয়েছিল। যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাদের পদে ফিরিয়ে নেওয়া যায়। কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল আইএমএ হেড কোয়ার্টার।