Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Asansol

আসানসোলে অবৈধ বালি খাদানে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র! পুলিশ কী বলছে?

বীরভূমের ছায়া এবার বর্ধমানে!

আসানসোলে অবৈধ বালি খাদানে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র! পুলিশ কী বলছে?

জিতেন্দ্র তিওয়ারি।

শেষ আপডেট: 21 February 2025 08:47

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের ছায়া এবার বর্ধমানে!

গত ১১ ফেব্রুয়ারি বেআইনি বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুর। এবার সেই রেশ আসানসোলের (Asansol) জামুড়িয়ায়। অবৈধ বালিঘাট (Illegal sand mining) বন্ধের দাবিতে  বিক্ষোভ দেখাতে গিয়ে পাল্টা বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোটা ঘটনায় শাসকদল এবং পুলিশি যোগসাজশের অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র। 

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে বলছেন, বেআইনি বালি খাদান বন্ধে কঠোর পদক্ষেপ করা হবে। অথচ পুলিশের সাহায্যে তাঁর দলের নেতারাই বখরার বিনিময়ে বেআইনি খাদানকে টিকিয়ে রেখেছেন। এর ফলে নদীর গভীরতা নষ্ট হচ্ছে। একই সঙ্গে বালি খাদানের রমরমাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে বেআইনি কার্যকলাপ। 

যদিও তৃণমূলের অভিযোগ, জিতেন্দ্র বেআইনি বালি খাদান থেকে বখরা নিতে গিয়েছিলেন। তা নিয়েই গোলমাল বাঁধে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 

পুলিশ অবশ্য জানিয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


ভিডিও স্টোরি