জিতেন্দ্র তিওয়ারি।
শেষ আপডেট: 21 February 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের ছায়া এবার বর্ধমানে!
গত ১১ ফেব্রুয়ারি বেআইনি বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুর। এবার সেই রেশ আসানসোলের (Asansol) জামুড়িয়ায়। অবৈধ বালিঘাট (Illegal sand mining) বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পাল্টা বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোটা ঘটনায় শাসকদল এবং পুলিশি যোগসাজশের অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র।
তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে বলছেন, বেআইনি বালি খাদান বন্ধে কঠোর পদক্ষেপ করা হবে। অথচ পুলিশের সাহায্যে তাঁর দলের নেতারাই বখরার বিনিময়ে বেআইনি খাদানকে টিকিয়ে রেখেছেন। এর ফলে নদীর গভীরতা নষ্ট হচ্ছে। একই সঙ্গে বালি খাদানের রমরমাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে বেআইনি কার্যকলাপ।
যদিও তৃণমূলের অভিযোগ, জিতেন্দ্র বেআইনি বালি খাদান থেকে বখরা নিতে গিয়েছিলেন। তা নিয়েই গোলমাল বাঁধে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
পুলিশ অবশ্য জানিয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।