শেষ আপডেট: 23rd March 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা। এক অনুপ্রবেশকারীকে আটক করল সমীন্তরক্ষী বাহিনী। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠাল স্বরূপনগর থানার পুলিশ।
শনিবার সন্ধেয় ওই অনুপ্রবেশকারীকে সীমান্ত পেরনোর আগে দেখে ফেলে ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের তারালি বিওপির বিএসএফ জওয়ানরা। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সীমান্ত পেরনোর কোনও বৈধ কাগজপত্র তাঁর কাছে ছিল না। পরিচয় জানতে চাইলে, তিনি নিজের নাম মহম্মদ সর্দার, জানান। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়।
কীভাবে ভারতে এলেন তিনি?
পুলিশ জানাচ্ছে, তিনি অনেকদিন আগেই ভারতে প্রবেশ করেছেন। বাংলা হয়ে গেছিলেন মহারাষ্ট্রে। সেখানে বহুদিন ছিলেন। শনিবার পুনরায় বাংলাদেশে ফেরার সময় বিএসএফ ধরে ফেলে।
তিনি মহারাষ্ট্রে কী করতেন, বৈধ কাগজপত্র ছাড়া কীভাবে ছিলেন এতদিন, তা খতিয়ে দেখছে পুলিশ।