শেষ আপডেট: 18th January 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বইমেলা বিশ্বের সেরা বইমেলা। এবং সেই বইমেলাকে ঘিরেই তাঁর লেখালেখি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, ‘‘বইমেলাকে কেন্দ্র করেই লিখি আমি। তাড়াহুড়োয়, ক্যাজুয়ালি লেখা। প্রুফ দেখারও টাইম পাইনি। ভুলত্রুটি মাফ করবেন।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে প্রকাশিত হয়েছিল তাঁর বই কথাঞ্জলি। তাঁর মন ও মুখের কথাই তাঁর প্রায় সব বইয়ের প্রতিপাদ্য। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরেই ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল। এবারের বইমেলায় তাঁর ৫টি বই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আর মাত্র ৭টা বই হলেই তাঁর ১৫০ খানা বই লেখা হয়ে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে বই লেখায় শতক পার করবেন তা উনিশ সালের বইমেলার উদ্বোধনে জানিয়েছিলেন। চব্বিশের বইমেলায় তিনি বলেন, ''আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি নিজেই জানি না। একশো তেতাল্লিশ হবে। সাতটা আগামী বছর করে দেব তাহলে দেড়শো হয়ে যাবে।'' মমতা এও জানান, রাস্তায় যেতে যেতে কখনও লিখতে ভাল লাগে, কিন্তু বেশি সময় পান না।
২০২৩ সালের বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬টি বই প্রকাশিত হয়েছিল। সেবার ওই ৬টি বই মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা দাঁড়ায় ১৩৩। তবে ২০২৫ সালের মধ্যে তা দেড়শো হয়ে যাবে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি নিজেই বলেছিলেন তাঁর কয়েকটি বই বেস্টসেলার। এবারে যে বইগুলি প্রকাশিত হচ্ছে তার মধ্যে একটির বিষয় বাংলার ঐতিহ্য। বাংলার উপাচার নিয়েও একটি বই লিখেছেন তিনি। বিখ্যাত ব্যক্তিদের নিয়েও তাঁর বই থাকছে এবারের বইমেলায়। তাছাড়া আরও দুটি বই প্রকাশিত হচ্ছে। গতবার তাঁর লেখা বইগুলির মধ্যে অন্যতম ছিল, লহ প্রণাম, স্যালুট, আমাদের দুর্গোৎসব ও আমাদের আওয়াজ। তার আগে বইমেলায় বেরিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘নামাঞ্জলি সমগ্র’, ছোটদের ছড়ার বই ‘শিশুদোলা’, কবিতার বই ‘আমি’, উর্দু শায়েরি ‘ইনসাফ’, ইংরেজি কবিতার বই ‘মাইসেল্ফ’, নিজের রাজনৈতিক যাত্রা নিয়ে একটি হিন্দি বই, এবং প্রবন্ধ সঙ্কলন ‘বিপন্ন ভারত’।
অটলবিহারী বাজপেয়ী কবি ছিলেন। তাঁর বেশ কিছু কবিতার বই রয়েছে। তাঁর সেই কবিসত্তা নিয়েই পঙ্কজ ত্রিপাঠির নতুন ছবি আসছে—‘ম্যায় অটল হুঁ’। ইদানীং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কবিতা লেখা শুরু করেছেন। তবে সংখ্যার ভারে অনন্য হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।