শেষ আপডেট: 15th April 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গভীর রাতে ঘুমন্ত এক মহিলার ঘরে ঢুকে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হল। ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে। অভিযোগ, রবিবার গভীর রাতে এক যুবক ওই মহিলার বাড়ির দরজা খুলে ঢুকে পড়ে। মহিলা তখন তার দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। গলায় ভোজালি ধরে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। মহিলার চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে ওই যুবক পালিয়ে যায়।
ওই মহিলা অভিযোগ করেন, যাওয়ার আগে ওই যুবক তাঁকে হুমকি দিয়ে যায়, বিজেপি জিতলে তুলে নিয়ে যাবে। সোমবারই জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযুক্ত শিবশংকর দাস এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। মহিলার অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার প্রতিবেশী প্রতিমা মালিক বলেন, "বিজেপি জিতলে তুলে নিয়ে যাব এটা কেমন কথা। পার্টি যে যা খুশি করতে পারে, তাই বলে বিজেপি জিতলে তুলে নিয়ে যাব এটা কী ধরণের কথা। আমরা গরিব মানুষ কোনও দল করি না। যে দল আসে তাদের সঙ্গে থাকি। আমাদের ঘরে ঢুকে মহিলাদের এ ধরনের হুমকি দিচ্ছে।
জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল নেতা তমালশোভন চন্দ্র বলেন, "বিজেপির মুখে সন্দেশখালির ঘটনা বলে মিথ্যে প্রচার করে বেড়ায়। আর তাদের দলের লোকেরা এই সব কাণ্ড করে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে। আমরা অভিযুক্তর শাস্তি চাই।" স্থানীয় সিপিএম নেতা ধীমান হাজরা বলেন, "আমাদের পাড়ার বৌমা হয়। তার মুখেই শুনলাম এক দুষ্কৃতী ভোজালি দিয়ে খিল খুলে ঘরে ঢুকে পড়েছিল। ঘটনাটি শুনে তাজ্জব হয়ে গেলাম। অভিযুক্ত যাওয়ার আগে বলে গেছে বিজেপি ক্ষমতায় এলে তুলে নিয়ে যাব। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ভাবুন সমাজ ব্যবস্থা কোথায় গেছে। স্বামী পেট চালাতে বাইরে কাজ করেন। ঘরের ভিতরেও তাঁর স্ত্রী নিরাপদ নয়।"
জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ বলেন, "কোনও মানুষই এই ঘটনাকে সমর্থন করে না। রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগত ভাবে এই ঘটনাকে সমর্থন করি না। এই ঘটনার সাথে বিজেপির কোনও সদস্য জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কার করার ব্যবস্থা করা হবে। বিজেপি ওই মহিলার পাশে আছে।"
অভিযোগ পাওয়ার পরেই ওই যুবকের খোঁজ শুরু করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে।