শেষ আপডেট: 31st October 2020 15:03
দ্য ওয়াল ব্যুরো : গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট ৪১৫১ কোটি ৩৩ লক্ষ টাকা লাভ করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। শনিবার ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। গত বছরের ওই সময়ের তুলনায় এবছর আইসিআইসিআই ব্যাঙ্কের লাভ হয়েছে ছয়গুণ বেশি। এবছর ব্যাঙ্ক থেকে অনেকে ঋণ নিয়েছেন। তার ওপরে করোনা অতিমহামারীর জন্য সরকার বেশ কয়েকটি নিয়ম শিথিল করেছে। ব্যাঙ্কের 'ব্যাড অ্যাসেট'-ও কমেছে। সেজন্যই বেড়েছে লাভের অঙ্ক। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ওয়েব সাইটে জানিয়েছিল, সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছে ৬৫৪ কোটি ৯৬ লক্ষ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে ১৬.২৪ শতাংশ। কোনও ব্যাঙ্ক যে সুদ পায় ও যে পরিমাণ সুদ দেয়, দুইয়ের মধ্যেকার পার্থক্যকে বলা হয় নেট ইন্টারেস্ট ইনকাম। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে আইসিআইসিআই ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম ছিল ৯৩৬৬.০৯ টাকা। গত বছর একই সময়ে তার নেট ইন্টারেস্ট ইনকাম হয়েছিল ৮০৫৭.৪৩ কোটি টাকা। কোনও ব্যাঙ্ক কত লাভজনক তা বোঝা যায় নেট ইন্টারেস্ট মার্জিন থেকে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে আইসিআইসিআই ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট মার্জিন ছিল ৩.৫৭ শতাংশ। তার আগের ত্রৈমাসিকে ওই মার্জিন ছিল ৩.৬৯ শতাংশ। ২০১৯-২০-র আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সেই হার ছিল ৩.৬৪ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্কের কোর অপারেটিভ প্রফিট বেড়েছে গত বছরের তুলনায় ১৮ শতাংশ। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে তার কোর অপারেটিভ প্রফিট ছিল ৭৭১৯ কোটি টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ঋণদাতা সংস্থা। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তার মোট আয় হয়েছে ২৩৬৫০.৭৭ কোটি টাকা। এক বছর আগে ওই সময়ে তার আয় হয়েছিল ২২৭৫৯.৫২ কোটি টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে তার আমানত হওয়া অর্থের পরিমাণ বেড়েছে গত বছরের তুলনায় ২০ শতাংশ। এখন তার পরিমাণ ৮৩২৯৩৬ কোটি টাকা। তার খুচরো ঋণের পরিমাণ বেড়েছে ১৩ শতাংশ। ডোমেস্টিক অ্যাডভান্স বেড়েছে ১০ শতাংশ। গত জুন মাস থেকে গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের পরিমাণ বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা কোভিড-পূর্ব স্তরে পৌঁছায়। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ কমেছে ৫.১৭ শতাংশ। তার আগের ত্রৈমাসিকে অনাদায়ী ঋণ কমেছিল ৫.৪৬ শতাংশ। গতবছর এই সময়ে ব্যাঙ্কের নন পারফরমিং অ্যাসেটের পরিমাণ ছিল ১০৯১৬.৪০ কোটি টাকা। এখন তা কমে হয়েছে ৭১৮৭.৫১ কোটি টাকা।