শেষ আপডেট: 11th April 2023 03:58
দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ার ইদলিবে অন্ধকার সর্পিল সুড়ঙ্গে আবু বকর আল-বাগদাদির পিছু ধাওয়া করেছিল। বাগদাদি ও তার জঙ্গি বাহিনীকে খুঁজে বার করতে আগাগোড়া মার্কিন ডেল্টা ফোর্সের সেনাদের সাহায্য করেছিল এই জাঁদরেল সেনা-কুকুর। ওসামা বিন লাদেনকে তার গোপন আস্তানায় খুঁজে বার করতেও মার্কিন নেভি সিলের অন্যতম ভরসা ছিল এই প্রজাতির কুকুরই-- বেলজিয়ান ম্যালিনয়েস। আক্রমণাত্মক এই কুকুরই (Kolkata Police dog squad) এবার জায়গা পেতে চলেছে কলকাতা পুলিশের (Kolkata Police) ডগ স্কোয়াডে।
অপরাধীদের খুঁজে বার করা, সন্ত্রাস দমনে কলকাতা পুলিশের বড় ভরসা হবে বেলজিয়ান ম্যালিনয়েস প্রজাতির এই কুকুর। মার্কিন প্রতিরক্ষা বাহিনী তো বটেই, বিশ্বের আরও নানা জায়গায় নিরাপত্তা বাহিনীতে বেলজিয়ান ম্যালিনয়েসের চাহিদা বিপুল। কলকাতা পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের সাহায্য করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই কুকুরদের। মূলত সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখা এবং নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে ওই বেলজিয়ান ম্যালিনয়েসদের।
আর কিছুদিনের মধ্যেই বেলজিয়ান ম্যালিনয়েস প্রজাতির ওই কুকুরের প্রশিক্ষণ শুরু হবে। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে ৩৫ রকম প্রজাতির কুকুর রয়েছে। যাদের মধ্যে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড, ডোবারম্যান, গোল্ডেন রিট্রিভার-সহ আরও অনেক প্রজাতি রয়েছে। প্রতিদিনই নিয়ম করে দিনে দু'বার তাদের ট্রেনিং দেওয়া হয়। কলকাতা পুলিশ জানাচ্ছে, গত কয়েকদিনে এত গরম পড়েছে যে কুকুরদের প্রশিক্ষণের সময় কমানো হয়েছে। মাঠে নিয়ে গেলে তাদের আইস জ্যাকেট পরানো হচ্ছে, সুইমিং পুলে অন্তত দুবার ওয়াটার পোলো খেলানো হচ্ছে। খাওয়াদাওয়ার রুটিনও বদলানো হচ্ছে।
সাধারণত, পুলিশ কুকুরদের ট্রেনিং শুরু হয় সকাল ৬টা থেকে। এখন সময় কমিয়ে ৬টা থেকে ৮টা অবধি ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পর্ব শেষ হলেই সুইমিং পুলে নিয়ে যাওয়া হচ্ছে কুকুরদের। ল্য়াব্রাডর প্রজাতির কুকুররা সাঁতার কাটতে ও জলে খেলতে খুব পছন্দ করে। প্রশিক্ষকদের নজরদারিতে ওয়াটার পোলো খেলানো হচ্ছে কুকুরদের। আবার বেলা ৩টে থেকে শুরু হচ্ছে ট্রেনিং। পুলিশ আধিকারিকরা বলছেন, কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তাই দুপুরের প্রশিক্ষণের সময় ডগ স্কোয়াডের কুকুরদের আইস জ্যাকেট পরানো হচ্ছে। ট্রেনিং শেষ করেই ফের সুইমিং পুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাতের খাওয়ায় বিফ দেওয়া বন্ধ করে হাল্কা চিকেন, নানারকম সবজির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে কুকুরদের।
কলকাতা পুলিশের আধিকারিকরা বলছেন, বেলজিয়ান ম্যালিনয়েস এসে গেলে ভিআইপি স্কোয়াড পূর্ণ হবে। পূর্ণবয়স্ক পুরুষ ম্যালিনয়েসদের উচ্চতা ২৪-২৬ ইঞ্চি। ওজনে প্রায় ৩৬ কিলোগ্রাম। দক্ষ শিকারি, যে কোনও বিপদসঙ্কুল কাজের ট্রেনিং দেওয়া যায় বেলজিয়ান ম্যালিনয়েসদের। ভারতের সিআরপিএফ, আইটিবিপি ও এনএসজি-র মতো বাহিনী স্পেশাল ট্রেনিং দেয় এই প্রজাতির কুকুরদের। বিস্ফোরক খুঁজে বার করা, দুর্গম জায়গায় জঙ্গিদের খোঁজ দেওয়া এমনকি উদ্ধারকাজের জন্যও কাজে লাগানো হয় বেলজিয়ান ম্যালিনয়েসদের।