শেষ আপডেট: 27th August 2023 06:43
দ্য ওয়াল ব্যুরো: ইঞ্জিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হোক বা ডাক্তারি কিংবা ইউপিএসসি--- সাফল্যের সিঁড়িতে (Succeed) উঠতে সবসময়ই মুখিয়ে থাকেন অনেকেই। সেই প্রস্তুতি নিতে বিভিন্ন কোচিং সেন্টারে প্রস্তুতি সারেন পড়ুয়ারা। সেখানেই অন্যদের থেকে আলাদা হিমাংশু গুপ্তা (IAS Himangshu Gupta)। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকলে, কোনও সাফল্যই অন্য গ্রহের বস্তু নয়, তা প্রমাণ করেছেন হিমাংশু।
তিনবার পরীক্ষা দিতে হিমাংশু পার করেছেন ইউপিএসসির (UPSC) গণ্ডি। এখন তিনি দেশের একজন সফল আইএএস অফিসার। কোনওবারই তিনি 'ফর্মাল কোচিং সেন্টার'-এ প্রস্তুতি নেননি। ব্যর্থতা থেকেই শিখেছেন, উঠে দাঁড়িয়েছেন। ২০২০ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় (UPSC Civil Service) সফল পরীক্ষার্থীদের তালিকায় ১৩৯ নম্বর স্থানে নাম রয়েছে হিমাংশুর।
হিমাংশুর লড়াই কিন্তু সহজ ছিল না। পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্যতার অভাব ছিল প্রকোট। বাবা ছিলেন একজন দিনমজুর। কখনও কাজ থাকত, কখনও আবার কাজ থাকত না। তখন নিজের চায়ের দোকানে বসে রোজগার করেছেন, পরিবারের মুখে দু'মুঠো ভাত তুলে দিয়েছেন। পারিবারিক এই আর্থিক প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যান হিমাংশু।
উত্তরাখণ্ডের উধম সিং জেলার গুপ্তা পরিবারের ছোট ছেলে হিমাংশু। ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন তিনি। কিন্তু কোনওদিন ইউপিএসসি পরীক্ষায় বসবেন এমন স্বপ্ন ছিল না। তবে দ্বাদশ শ্রেণির পাশ করার পরই মনে এই স্বপ্ন দানা বাঁধতে শুরু করে। তারপর থেকেই শুরু হয় হিমাংশুর স্বপ্নের পিছনে দৌড়।
২০০৬ সালে উত্তরাখণ্ডের নিজের বাসভূমি ছেড়ে বারেলির সিরাউলিতে থাকতে শুরু করেন হিমাংশু। নিজের মেধার জোরে সেখানকার এক ইংরেজি মিডিয়াম স্কুলে সুযোগ পান তিনি। কিন্তু বাড়ি থেকে সেই স্কুলের দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। এই দূরত্ব কিন্তু হার মানাতে পারেনি হিমাংশুকে। রোজ সেই দূরত্ব হেঁটে পার করতেন তিনি।
দ্বাদশ শ্রেণি পাশ করার পর দিল্লির হিন্দু কলেজে সুযোগ পেয়ে যান হিমাংশু। সেই থেকেই মাথায় ঢুকে যায় সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার বিষয়। স্নাতক হওয়ার পর পরিবেশ বিদ্যা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। হিমাংশু কথায়, বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার কারণে বিদেশে পিএইচডি করার সুযোগও চলে আসে তাঁর কাছে।
কিন্তু সেই সুযোগ ছেড়ে দেন! কারণ ততদিন সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জেদ চেপে বসেছিল হিমাংশুর মধ্যে। শুরু হয় প্রস্তুতি নেওয়া। কোনও কোচিং সেন্টারে নয়, নিজেই বইখাতা ঘেঁটে তৈরি করেন নিজের 'ফর্মুলা'! ২০১৮, ২০১৯ ও ২০২০ তিনবারই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন হিমাংশু।
হিমাংশু মনে করেন, গ্রাম হোক বা শহর যেখানে ইচ্ছে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। ঘরে বসেই ইন্টারনেটে পড়াশোনা করতে পারেন সকলেই। কোনও কিছু প্রস্তুতি নেওয়ার আগে, তৈরি করতে হয় একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা মতোই নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব।
সাফল্যের শিখরে পৌঁছতে চারটে 'R' তাঁর জীবনে খুব কাজ দিয়েছে, বলে জানান হিমাংশু। তিনি বলেন, 'Read-Revise-Rectify-Repeat' এই চার নীতি মেনে চললেই ইউপিএসসির মতো পরীক্ষাতে সহজেই উত্তীর্ণ হওয়া যায়!
এখানেই শেষ নয় হিমাংশু মনে করেন, কোনও বড় পরীক্ষায় বসার আগে নিজেকে সেই পরীক্ষায় বসার জন্য মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। হার না মানা লড়াই থাকতে হবে। ভয়কে দূরে সরিয়ে দিলেই সাফল্য ধরা দেবে।
আরও পড়ুন: কলকাতার মেয়ে মৌমিতা চন্দ্রযান টিমে, রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী মঙ্গল-অভিযানেও ছিলেন