শেষ আপডেট: 19th September 2022 09:28
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বিমান বাহিনী (IAF) থেকে বিদায় নিচ্ছে (retire) বহু যুদ্ধের ‘নায়ক’ মিগ-২১ (MIG 21)। ৩০ সেপ্টেম্বরের পর পর্যায়ক্রমে মিগ-২১ আর ভারতীয় বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডার থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। চলবে ২০২৫ পর্যন্ত।
এই বিমান নিয়েই ২০১৯-এর ফেব্রুয়ারিতে গ্রুপ ক্যাপ্টেন (তখন উইং কমান্ডার) অভিনন্দন বর্ধমান ভারতের আকাশে ঢুকে পড়া পাক বিমান এফ-১৬’তে তাড়া করে ভূপাতিক করেছিলেন। শেষ পর্যন্ত পাক বাহিনী তাঁকে যদিও আটক করে। ভারতের কূটনৈতিক চাপের মুখে পাকিস্তান দুদিনের মধ্যে অভিনন্দনকে ওয়াঘা সীমান্তে নিরাপদে মুক্তি দেয়। ওই সাহসী অভিযানের জন্য সেনা বাহিনীর বীর চক্র সম্মান পেয়েছেন অভিনন্দন।
সেবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে অবস্থিত জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের আস্তানায় আক্রমণ শানিয়েছিল ভারত। এর পর পাকিস্তানি বিমান বাহিনী ভারতে হামলার চেষ্টা করে। যার যোগ্য জবাব দেয় ভারত।
মিগ-২১ বিমান ১৯৬৩ সালে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৮-এ এই বিমান দিয়েই ভারত পাকিস্তানের মোকাবিলা করে বিজয় অর্জন করেছে। সব মিলিয়ে পর্যায়ক্রমে ৯০০টি মিগ-২১ বিমান ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। বিমান বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলিতে অনেকগুলি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয় নানা ঘটনায়। এমন পরিস্থিতিতে সেগুলি এখন কতটা নির্ভরযোগ্য তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। গত ৬০ বছরে ৪০০টির বেশি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মারা গিয়েছেন প্রায় দু’শো পাইলট।
গত এক দশকে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি নতুন স্কোয়াড্রন গঠিত হয়েছে। এর মধ্যে তিনটি রাফাল এবং দুটি এলসিএ তেজসের জন্য। শুধু মিগ-২১-ই নয়, মিরাজ, জাগুয়ারও অচলের খাতায় নাম লিখিয়েছে। বিমানবাহিনীতে ৪৯টি মিরাজ এবং ১৩৯টি জাগুয়ার রয়েছে।
অযোধ্যার অদূরে তৈরি হয়েছে আদিত্যনাথ মন্দির, যোগীর মধ্যে রামকে খুঁজে পেয়েছেন ভক্ত