Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Suvendu Adhikari

তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলাম! অধীর-গড়ে স্বীকারোক্তি শুভেন্দুর

আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকেও। শুভেন্দুর দাবি, "মুর্শিদাবাদ থেকে এবার লোকসভায় যাবে বিজেপির প্রার্থী। মুর্শিদাবাদ আর কংগ্রেসের থাকবে না।" সারা দেশে কংগ্রেস সাকুল্যে ২০ টি আসনও পাবে না বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলাম! অধীর-গড়ে স্বীকারোক্তি শুভেন্দুর

শেষ আপডেট: 20 March 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। বিভিন্ন সভা সমাবেশ থেকে হামেশাই একথা বলে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবার তৃণমূলের বাড়বাড়ন্তের জন্য প্রকাশ্য মঞ্চ থেকে নিজের ভুল স্বীকার করে নিলেন শুভেন্দু। বুধবার বহরমপুরের করিমপুরে দলীয় সভা করেন বিরোধী দলনেতা। সেখানেই শুভেন্দু বলেন, “তৃণমূলের হয়ে কাজ করে তখন ভুল করেছিলাম।”

খানিক থেমে ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, এই জলঙ্গি, ডোমকলে তৃণমূলের কোনও সংগঠন ছিল না। দিনের পর দিন এলাকায় থেকে তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলাম। এটা আমার ভুল ছিল।

তৃণমূল এবং সিপিএমকে এদিন এক বন্ধনীতে রেখে শুভেন্দুর দাবি, “তৃণমূলের বিকল্প সিপিএম নয়। কারণ, সিপিএমকে ভোট দেওয়া মানে তো তৃণমূলের হাত শক্ত করা।”

বহরমপুরের বিদায়ী সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীরের গড়ে এবারে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ইউসুফের বাড়ি গুজরাতে। নাম না করে শুভেন্দুর খোঁচা, “তৃণমূলের এতই দুর্দশা যে গুজরাত থেকে প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে।”

বিরোধী দলনেতা আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকেও। শুভেন্দুর দাবি, "মুর্শিদাবাদ থেকে এবার লোকসভায় যাবে বিজেপির প্রার্থী। মুর্শিদাবাদ আর কংগ্রেসের থাকবে না।" সারা দেশে কংগ্রেস সাকুল্যে ২০ টি আসনও পাবে না বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।


ভিডিও স্টোরি