প্রিজন ভ্যানের মধ্যে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়।
শেষ আপডেট: 11th November 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: ফের ফাঁসানোর তত্ত্বে অনড় রইলেন আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শুধু তাই নয়, কে ফাঁসিয়েছে এবার তার নামও জানাল অভিযুক্ত।
সোমবার থেকে শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের শুনানি। সকালেই অভিযুক্ত সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল আদালতে। সন্ধের মুখে কড়া পুলিশি প্রহরায় আদালত থেকে বেরানোর সময় প্রিজন ভ্যানের ভিতর থেকে সঞ্জয়কে চিৎকার করে বলতে শোনা যায়, 'আমাকে ফাঁসানো হচ্ছে'।
প্রসঙ্গত, গত সোমবারও একই দাবি করেছিলেন সঞ্জয়। তবে কে ফাঁসিয়েছে, এদিন তাও বলেছে সঞ্জয়। আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে ধৃত সঞ্জয় এদিন প্রিজন ভ্যানের ভিতরে থেকে চিৎকার করে বলতে থাকেন, "আমাকে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল ফাঁসিয়েছেন!"
সঞ্জয় এও বলেন, "আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। ওনারা যোগসাজশ করে আমাকে ফাঁসালেন।" সংবাদ মাধ্যমের তরফে সঞ্জয়কে এও জিজ্ঞেস করা হয়, তাহলে মূল অপরাধী কে? জবাবে আরজি করের ধর্ষণ-খুন কাণ্ডের প্রধান এবং একমাত্র অভিযুক্তর দাবি, "প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে। ওদেরকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে।"
সঞ্জয়ের এমন প্রতিক্রিয়া ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। যদিও এ ব্যাপারে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল বা পুলিশের শীর্ষ কর্তাদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করের চারতলার সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর রক্তমাখা দেহ উদ্ধার হয়েছিল। কর্মস্থলে এভাবে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে সেদিন থেকেই গর্জে উঠেছিল সমাজ। ঘটনার ২৪ ঘণ্টা মধ্যে সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
এরই মধ্যে গত সোমবার শিয়ালদহ আদালতে চার্জ গঠনের দিনে তাঁকে ফাঁসানো হয়েছে বলে বড় অভিযোগ সামনে এনেছিলেন ধৃত সঞ্জয় রায়। দাবি করেছিলেন, 'ডিপার্টমেন্টই তাঁকে ফাঁসাল!' এবার নামও বললেন!