শেষ আপডেট: 7th February 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: খাস বিডিও অফিস চত্বর থেকেই চুরি হয়ে গেল আস্ত হাইড্রেন! উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক অফিসের ঘটনা। সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে সরব হয়েছে পদ্মশিবির।
কাকতালীয়ভাবে বিজেপির সুরেই এখানে কথা বলছেন শাসকদলের স্থানীয় নেতারা। গোটা ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। যদিও পুরাতন ছোট্ট নিকাশি নালাকে হাইড্রেন বলে দাবি বিডিও-র। গোটা ঘটনায় তদন্তের দাবি তুলেছে বিজেপি।
প্রশাসন সূত্রের খবর, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ৭ লক্ষ ৪৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে ২০২৪ সালে ইটাহার ব্লক অফিস চত্বরে তৈরি করা হয়েছিল হাইড্রেন।
এজন্য গত বছরের ২ সেপ্টেম্বর প্রশাসনের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ৩০ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী গত বছরের ডিসেম্বর মাসে হাইড্রেন তৈরির পুরো টাকা দিয়েও দেওয়া হয় বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে।
অভিযোগ, খাতায় কলমে ড্রেনের অস্তিত্ব থাকলেও বাস্তবে তা নেই। বিজেপির অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কোনও কাজ না করেই অর্থ তছরূপ করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ, "১০০ দিনের কাজের মতোই পঞ্চদশ অর্থ কমিশনের টাকাও চলে যাচ্ছে শাসকদলের নেতাদের পকেটে। এর পিছনে অনেক রাঘব বোয়ালরা রয়েছে। সঠিকভাবে তদন্ত হলেই আসল দুর্নীতি সামনে আসবে।"
অভিযোগ উড়িয়ে ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, অভিযোগ ঠিক নয়। এরপরই বিডিও অফিস চত্বরে থাকা পুরনো ছোট্ট ড্রেনটিকে হাইড্রেন হিসেবে দাবি করেন তিনি।
যদিও বিজেপির সুরে সুর মিলিয়ে ইটাহার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তৃণমূল নেতা মজিবুর রহমান বলেন, "এখানে কোনও হাইড্রেনের কাজ হয়নি। যা দেখা যাচ্ছে সব পুরোনো ছোট ড্রেন, সেগুলি মেরামত করা হয়েছে।"
বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসেও তীব্র শোরগোল তৈরি হয়েছে। তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রাও।