শেষ আপডেট: 27th October 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য। বাড়ির ভেতর থেকে উদ্ধার হল দম্পতির দেহ। স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। কিছুটা দূরে উদ্ধার হয়েছে স্ত্রীর অর্ধনগ্ন দেহ। স্বামীর গায়ে আজস্র আঘাতের চিহ্ন মিলেছে।
কে বা কারা এই ঘটনা ঘটাল, কেন খুন হতে হল দম্পতিকে সেই প্রশ্নই উঠছে। চন্দনেশ্বর থানার পুলিশ গোটা ব্যাপারটা খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এখনও পর্যন্ত জানা গেছে স্বামী পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। ছেলের দাবি, সকালে ঘুম থেকে উঠে মা-বাবার দেহ দেখতে পায় সে। দরজার ছিটকিনি ভাঙা ছিল বলেও খবর। তার পরেই প্রতিবেশিদের খবর দেওয়া হয়।
পরিবারের তরফে বলা হচ্ছে, বাইরের কোনও লোক এসে এই খুন করেছে। দু'জনের মধ্যে কোনও ঝগড়া হয়নি বলেই মনে করছেন তাঁরা। কারণ রাত দশটায় দিকে ভিডিওকলে কথা হয়েছিল তাঁদের সঙ্গে। তখন স্বামী-স্ত্রী পাশাপাশিই ছিলেন।
এখনও ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তকারীরা বলছেন, কীভাবে এই ঘটনা ঘটল তা পরিষ্কার নয়। দোতলার ঘর থেকে সকালে ঘুম থকে উঠে মৃত দম্পতির নাবালক ছেলে বাবা-মায়ের দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেয় সে। তার পরেই পুলিশে খবর দেওয়া হয়।