Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ঝকঝকে ছবি ওঠে এমন ক্যামেরা ফোন খুঁজছেন? ৩০ হাজার টাকার মধ্যেই পাবেন এগুলিগুরুগ্রামে প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, ঢুকে গেল ট্রাক! কমলা সতর্কতা জারি এলাকাজুড়েশিক্ষা, সেচ দফতরে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত সিঁথি থানার এএসআই৪৩ দিন পর নিজে নিজেই ঘরে ফিরল ইসলামপুরের নির্যাতিত নাবালককাঁথিতে শুভেন্দুর মিছিলে প্রশাসনের 'না', হাইকোর্টে বিজেপিEng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
Humayun Kabir

ফাইনাল ওয়ার্নিং দিল দল! এরপরে কি সাসপেন্ড? হুমায়ুন বললেন, 'ফাঁসি দিয়ে দিতে বলুন'

শুক্রবার দলের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। 

ফাইনাল ওয়ার্নিং দিল দল! এরপরে কি সাসপেন্ড? হুমায়ুন বললেন, 'ফাঁসি দিয়ে দিতে বলুন'

হুমায়ুন কবীর ও শোভনদেব চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 13 June 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর, মার্চের পর জুন। ছ'মাসে এই নিয়ে তিনবার শোকজ হলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। 

শুক্রবার দলের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) হুমায়ুনকে সতর্ক করে বলেছেন, এটাই লাস্ট ওয়ার্নিং। নিজের কথাবার্থা সম্পর্কে সচেতন হন।

যদিও সেখান থেকে বেরানোর পর ফের পুরনো মেজাজেই দেখা গিয়েছে হুমায়ুনকে। সম্প্রতি দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ পাওয়া কাসেমি সিদ্দিকিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে নেতৃত্বর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূলের 'বিদ্রোহী' বিধায়ক। এ সময় হুাময়ুনের কাছে জানতে চাওয়া হয়, দলের শৃঙ্খলা মেনে না চললে এবার তো সাসপেন্ডের মুখে পড়তে হবে? 

জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুমায়ুন বলেন,"কেন আমাকেই বারে বারে ওয়ার্নিং দেওয়া হচ্ছে সেটা শোভনদেববাবুকে জিজ্ঞেস করুন।" খানিক থেমে বেপরোয়া ভঙ্গিতে হুমায়ুন এও বলেন, "আমি চুনোপুঁটি নেতা, দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে!"

তবে শাস্তির কোপে পড়লেও এদিনও হুমায়ুন জানিয়েছেন পরিস্থিতি বিশেষে তিনি প্রকাশ্যেই বিভিন্ন মন্তব্য করবেন। তাঁর কথায়, "আমি যে এলাকার নেতা, সেই ভরতপুরে দলের কিছু নেতার কাজকর্ম ঠিক নয়। ফলে সাধারণ মানুষের ওপর জুলুম, অবিচার হলে যেভাবে মোকাবিলা করা দরকার হুমায়ুন কবীর সেভাবেই করবে।"

হুমায়ুনের এহেন প্রতিক্রিয়া নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্ন ওঠে, এটা কি পরোক্ষে দলের নেতৃত্বকেই চ্যালেঞ্জ? হুমায়ুন সাফ জানিয়েছেন, তিনি অতসব বোঝেন না, এলাকার মানুষের অসুবিধে হলে তিনি মুখ খুলবেনই।


ভিডিও স্টোরি