শেষ আপডেট: 26th March 2025 20:25
দ্য ওয়াল ব্যুরো: সাতদিনের মধ্যে ফের বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার নিজের বিধানসভা এলাকার দুই বিধায়কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ আনার পাশাপাশি এ ব্যাপারে রাজ্য নেতৃত্বর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুললেন তিনি।
গত ১৯ মার্চ দলের বিধানসভা শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থেকে রক্ষা পেয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সে সময় হুমায়ুন বলেছিলেন, "এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব"।
এদিন নিজেই সেকথা আউড়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, "হুমায়ুন কবীর যেমন দলীয় শৃঙ্খলাকে মান্যতা দেবে বা দিতে বাধ্য। তেমনই বাকিদেরও তো দলের শৃঙ্খলা মেনে চলা উচিত। নাকি এক এক জনের জন্য এক এক রকম নিয়ম?"
নিজের বিধানসভা এলাকার দু'জন ব্লক সভাপতির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে রাজ্য নেতৃত্বর উদ্দেশে হুমায়ুনের প্রশ্ন, "আমার বিধানসভা এলাকার দু'জন ব্লক সভাপতি নিয়মিত দলের শৃঙ্খলা ভঙ্গ করে চলেছেন। রাজ্য নেতৃত্বর কাছে জানতে চাইব, এরা কি দলের শৃঙ্খলার উর্ধ্বে? নাকি কোনও কিছুর বিনিময়ে এদের কে ছাড় দেওয়া হয়েছে?"
এভাবে ফের প্রকাশ্যে রাজ্য নেতৃত্বর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন আদতে আবারও দলের শৃঙ্খলাভঙ্গ করলেন বলে দলেরই একটি অংশের অভিমত। তাঁদের মতে, "এটা তো উনি দলের অভ্যন্তরেও বলতে পারতেন। তা না করে যেভাবে প্রকাশ্যে বললেন, তাতে তো নেতৃত্বর প্রতিই অনাস্থা জানানো।"
যার জেরে হুমায়ুন আবার দলের শাস্তির কোপে পড়বেন কিনা, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে হুমায়ুন বলেছেন, "যেটা সত্যি সেটাই বলছি।"
এর আগে বিধানসভায় শুভেন্দুর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দলকেও নিশানা করেছিলেন হুমায়ুন। যা নিয়ে দলের শোকজের মুখেও পড়েছিলেন। ইতিমধ্যে চারমাসে দু'বার শোকজও হয়েছেন। এবারে কী হয়, তা নিয়ে নতুন করে কৌতূহল সব মহলে। তবে এ ব্যাপারে রাজ্য নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।