শেষ আপডেট: 13th January 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলার মাটিতে 'বাবরি মসজিদ' তৈরি করতে চান হুমায়ুন কবীর। সে কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সোমবার বিধানসভা ভবনের বাইরে দাঁড়িয়ে ভরতপুরের বিধায়কের প্রস্তাব, বেলডাঙায় বাবরি মসজিদের পাশাপাশি রামমন্দিরও তৈরি হোক। শুধু তাই নয়, জমির দরকার হলে তারও ব্যবস্থা করে দেবেন বলে জানান তিনি, যদি বঙ্গীয় হিন্দু সেনা চায়।
বেশ কিছুদিন আগে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছিলেন, ২২ জানুয়ারি মুর্শিদাবাদে রামমন্দিরের একটি ফলক স্থাপন করা হবে। এদিন সেই ব্যাপারেই হুমায়ুন বলেন, তিনি আগেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। আজও জানাচ্ছেন। সেই সঙ্গে মন্দির নির্মাণে যদি কোনও সহযোগিতার দরকার হয়, সে ক্ষেত্রেও তিনি প্রস্তুত।
একইসঙ্গে তিনি বলেন, 'বাংলা যা আগে করে, তাই ভারতবর্ষের মানুষ পরে ভাবে। এক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করি। মুর্শিদাবাদের মানুষ হিসেবে আগের যে ইতিহাস, তার পুনরাবৃত্তি করি। সম্রাট আকবর, সম্রাট সিরাজদৌল্লাকে আরও একবার স্মরণ করি।' হুমায়ুনের আশা, হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রেখে বাবরি মসজিদের পাশেই রামমন্দির হোক।
বাবরি মসজিদের জন্য ইতিমধ্যেই জমি দেখে ফেলেছেন হুমায়ুন। ইতিমধ্যে ৬ বিঘা জমি চূড়ান্তও করা হয়েছে। আশপাশে আরও ৬ বিঘা জমি দেখা হচ্ছে। সব ঠিক থাকলে এবছরের ৬ ডিসেম্বরই ঘটা করে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।
শুধু তাই নয়, তৃণমূল বিধায়ক জানান, বাবরি মসজিদের পাশে হাসপাতাল, রিসর্টও তৈরি করা হবে। ২০২৯ সালের প্রথম মাসের মধ্যেই মসজিদ তৈরির কাজ সেরে ফেলতে চান তিনি।