শেষ আপডেট: 30th July 2024 22:55
দ্য ওয়াল ব্যুরো: বাংলাভাগের প্রশ্নে এবার মুর্শিদাবাদের দুই বিধায়ককে 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর।
হুমায়ুন বলেন, “প্রকাশ্যেই বলছি দুই বিধায়ক যদি সংযত আচরণ না করেন, ধৈর্যর বাঁধ ভেঙে গেলে গর্তে ঢুকিয়ে দেব! মেরে ঠ্যাং ভেঙে দেব!"
শুধু এখানেই থামেননি, এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি লিখলে পিছনে ২ লাখ লোক লেলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন! বলেছেন, "যদি বারাবারি করেন, ভারতের সংস্কৃতি নষ্ট করতে কেউ যদি উৎশৃঙ্খল কথাবার্তা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উল্টোপাল্টা চিঠি লেখেন, তাহলে দু’লক্ষ লোক নিয়ে তাড়াব। মুর্শিদাবাদের কোথাও থাকতে দেব না।”
হুমায়ুন সরাসরি কারও নাম উল্লেখ করেননি। বলেছেন, '২ জন বিধায়ক'। পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপির
মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষকে ইঙ্গিত করেই একথা বলেছেন হুমায়ুন।
সম্প্রতি বাংলাভাগের দাবিকে সমর্থন জানিয়ে মুর্শিদাবাদ-মালদা -দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ করার দাবিতে অমিত শাহকে চিঠি লিখেছিলেন তাঁরা। ফলে ওই দুই পদ্ম বিধায়ককে নিশানা করেই হুমায়ুনের এই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।
কেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। হুমায়ুনের কথায়, "২০ শতাংশ ভোট পেয়ে কেউ আমাদের হুমকি দিলে তাকেও হুমকি দেওয়ার অধিকার আমার আছে!" তবে এব্যাপারে বিজেপির সংশ্লিষ্ট দুই বিধায়কের কোনও প্রতিক্রিয়য়া এখনও জানা যায়নি। তবে হুমায়ুনের হুমকি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।