শেষ আপডেট: 9th January 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: আগামী বছরই রাজ্যের বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে চলতি বছরের জানুয়ারিতেই সংগঠনে রদবদল আনতে চলেছে শাসকদল তৃণমূল। ইতিমধ্যে দলের অভ্যন্তরে ছানবিনও শুরু হয়ে গিয়েছে।
আর সেই আঁচ পেয়েই এবার নিজের হয়ে ব্যাট ধরা শুরু করলেন ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুনের কথায়, "নেতৃত্ব চাইলে আমাকে সংগঠন কিংবা প্রশাসনের দায়িত্বে আনতে পারে! তাতে উপকৃত হবেন জেলার মানুষই।"
এ প্রসঙ্গে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জেলার বর্তমান নেতৃত্বর সঙ্গে নিজের তুলনা টেনে হুমায়ুন এও বলেন, "শাওনি সিংহরায় কিংবা আবু তাহেরের থেকে আমি কম কীসে?" এ ব্যাপারে শাওনি বা আবু তাহেরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে হুমায়ুন যেভাবে জেলা নেতৃত্বর সঙ্গে প্রকাশ্যে নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছেন, তা নিয়ে দলের অন্দরেই শোরগোল তৈরি হয়েছে।
এর আগে অভিষেককে উপ মুখ্যমন্ত্রী পদ চেয়ে সওয়াল করতে গিয়ে বিতর্কে জড়িয়ে দলের শৃঙ্খলারক্ষা কমিটির শোকজের মুখে পড়েছিলেন হুমায়ুন। তারপরও সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল হুমায়ুনের বিরুদ্ধে।
সম্প্রতি ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে ফিরহাদ দলের কর্মীদের কিছু বিষয়ে সতর্ক করেছিলেন। এ প্রসঙ্গেই হুমায়ুন বলেছিলেন, "ফিরহাদ হাকিমকে বলব, শুধু উপদেশ দিলে হবে না, করে দেখাতে হবে।" অনেকের মতে, এবার জেলা নেতৃত্বর থেকে তিনি কম কীসে, প্রশ্ন তুলে সাংগঠনিক রদবদলের মুহূর্তে নেতৃত্বর ওপরই চাপ তৈরির কৌশল নিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।