শেষ আপডেট: 4th January 2025 10:47
দ্য ওয়াল ব্যুরো: ফের বেসুরো মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার হুমায়ুনের নিশানায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
সম্প্রতি ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে ফিরহাদ দলের কর্মীদের কিছু বিষয়ে সতর্ক করেছিলেন। এ প্রসঙ্গেই হুমায়ুনের প্রতিক্রিয়া, "ফিরহাদ হাকিমকে বলব, শুধু উপদেশ দিলে হবে না, করে দেখাতে হবে।"
কী বলেছিলেন ফিরহাদ? দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে ফিরহাদ বলেছিলেন, "যারা তৃণমূল করেন তাঁরা সকলে গঙ্গাজলে স্নান করে এসেছেন, এমনটা নয়। অনেকে মাথা গরমের মানুষ আছেন, তাঁদেরকে বোঝাতে হবে, অসৎ মানুষ থেকে সতর্ক থাকতে হবে।"
সম্প্রতি সন্দেশখালি থেকে বাজে মানুষের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই প্রসঙ্গও টেনে এনে ফিরহাদ বলেছিলেন, "বাজে মানুষের সঙ্গ ত্যাগ করুন, ভাল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।"
শনিবার এ প্রসঙ্গেই ফিরহাদকে এক হাত নিয়েছেন হুমায়ুন। তাঁর কথায়, "শুধু মুখে বললে তো হবে না, দলের কর্মীদের সৎসঙ্গের জন্য দলের উচিত কর্মশালার আয়োজন করা। এ ব্যাপারে ফিরহাদ হাকিম শুধু মুখে উপদেশ দিলে হবে না, কাজেও করে দেখান। তবে বুঝব যে উনি যেটা বলছেন, সেটা উনি নিজেও করেন।"
বস্তুত, এই প্রথম নয়, এর আগে সংখ্যালঘু ইস্যুতে ফিরহাদের একটি মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন বলেছিলেন, "ওকে আমি কোরান পড়তে বলব। সম্পূর্ণ বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক শব্দে যেমন উনি বিশ্বকে সৃষ্টি করতে পারেন, তেমনই এক শব্দে বিশ্ব শেষ করতে পারেন।"