শেষ আপডেট: 11th December 2023 23:28
দ্য ওয়াল ব্যুরো: ডানকুনির এক তেল তৈরির কারখানায় আচমকাই আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
জানা গেছে, সোমবার রাত ৮টা নাগাদ ডানকুনির চাকুন্দির চাড্ডা কমপ্লেক্সের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানায় তিল থেকে তেল তৈরি হত। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন কমপ্লেক্সের অন্যান্য কারখানার কর্মীরা। তাঁরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও দু'টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীদের।
দমকল সূত্রে খবর, কারখানার মধ্যে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়িয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনই বলতে পারছেন না দমকল কর্মীরা। আশার কথা এই যে, সেইসব কারখানায় কাজ হচ্ছিল না, তাই ভেতরে কর্মীরা ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর এখনও মেলেনি। এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।