শেষ আপডেট: 2nd October 2024 23:44
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার সন্ধেবেলা কলকাতার শ্রীভূমির ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। আরজি করের প্রতিবাদের মধ্যে যারা ভাবছিলেন যে মানুষ হয়তো এবার উৎসব করবে না, তাদের ধারণা বদলে দিয়েছে শ্রীভূমির ভিড়ের ছবি। তবে শুধু কলকাতা নয়, জেলার মণ্ডপেও মহালয়ার দিন দেখা গেল বেসামাল ভিড়। নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের পুজোতে উপচে পড়েছে মানুষের ঢল।
আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। কিন্তু বুধবার কলকাতা এবং কল্যাণীতে যে ছবি ধরা পড়ল তা সম্পূর্ণ উল্টো কথাই বলে। প্রতিবাদের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 'উৎসবে ফেরার' বার্তা দিয়েছিলেন তখন তাঁর সেই মন্তব্য নিয়ে বিতর্ক হয়। আন্দোলনকারীদের একাংশ ছিছিক্কার করেছিল। আমজনতার একটা অংশও দাবি করেছিল, এবার পুজো হলেও 'উৎসব' হবে না। মহালয়ার দিন সেই প্রমাণ দিচ্ছে না।
Time: 8 pm
— Sourav || সৌরভ (@Sourav_3294) October 2, 2024
Location: Luminous club Durga pujo pandal, ITI More, Kalyani, Nadia, West Bengal.
Not only the people of Kolkata( eg. Sreebhumi) but the puja enthusiasts and the commoners staying in districts too have rejected the bogus call to boycott Durga pujo and celebration. pic.twitter.com/GYbuz7DfNR
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে লেখা হয়েছে, ''দুর্গাপুজোকে বয়কট করার যে ডাক উঠেছিল তা শুধু শহরের নয়, জেলার মানুষও প্রত্যাখ্যান করেছেন। মহালয়ায় রাত ৮টা নাগাদ নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের পুজো মণ্ডপের এই অবস্থা।'' প্রসঙ্গত, বুধবারই রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক'শ পুজোর উদ্বোধন হয়েছে। এর মধ্যে মমতা বন্দ্যেপাধ্যায় একাই ৪০০টি পুজোর উদ্বোধন করেন।
কলকাতার পুজো মণ্ডপের মধ্যে রয়েছে হাতিবাগান, সেলিমপুর পল্লী, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রনী। চেতলার ওই পুজোতেই মা দুর্গার চোখ আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিনই মমতা 'কেন পুজো করব, কেন উৎসব?'-এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর কথায়, ''কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সব কাজ করি, ধর্ম কর্মও মানি। সব ধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি, সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে।''