শেষ আপডেট: 12th July 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার সেই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বর্ধমানের খণ্ডঘোষ এলাকায়। অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের উপরও হামলার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটিতে ১০ জন গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার অভিযুক্ত শিক্ষককে আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আমড়াল গ্রামে। বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ওই শিক্ষককে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়। পুলিশের গাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি চলতে থাকে। আক্রান্ত হন পুলিশ কর্মীরাও।
ঘটনাটি খণ্ডঘোষ থানা এলাকার আমড়াল গ্রামের আমড়াল প্রাথমিক বিদ্যালয়ের। সেই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। নাবালিকা বিষয়টি জানানোর পরই বৃহস্পতিবার গ্রামের লোকজনকে নিয়ে স্কুলে পৌঁছে যান অভিভাবকরা। গতকালও অভিযুক্ত শিক্ষককে স্কুলের ভিতর থেকে বাইরে বের করে এনে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। প্রহৃত শিক্ষককে উদ্ধার করলেও গ্রামবাসীরা তাঁকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে ফের মারধর করতে থাকে! সেই সময়েও পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে পুলিশ জানিয়েছে, ছাত্রীকে যৌন হেনস্থা নিয়ে অভিভাবকদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।