শেষ আপডেট: 13th November 2023 23:21
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার তিলজলা এলাকার একটি বন্ধ গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনের একটি দেওয়াল ভেঙে আহত হন দুইজন দমকল কর্মী।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় তিলজলার ওই বন্ধ গোডাউনে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা।
এলাকার বাসিন্দাদের কথায়, ওই গোডাউনটি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে ছিল। ওই গোডাউনের মধ্যে বিপুল পরিমাণে শুকনো কাঠ মজুত ছিল। এছাড়াও রবার জাতীয় জিনিসও ছিল গোডাউনের মধ্যে। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। কারখানার উল্টোদিকের বাড়ির ছাদ থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারপর ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল কর্মীরা ও পুলিশ।
প্রথমে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু হাওয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের। পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভানোর সময় গোডাউনের একটি দেওয়াল ভেঙে পড়ে। আহত দুই দমকল কর্মীর মধ্যে একজনের জখম গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।