শেষ আপডেট: 13th February 2025 23:23
দ্য ওয়াল ব্যুরো: ঘোড়ার গাড়ি, পালকি, এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু পে লোডারে চেপে ছাদনাতলায় যাওয়া অভিনবই বটে!
ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে চর্চায় রয়েছেন। আর পে লোডার (মাটি কাটার গাড়ি) চড়ে ছাদনাতলায় গিয়ে চর্চায় হুগলির কুন্তল সাহা।
খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তাঁর মনের মানুষ বুনোকালীতলার পায়েল সাধুখাঁর সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রথম আলাপ। আর আর এক ভ্যালেনটাইন্স ডে-র আগের দিন তাঁকেই বিয়ে করছেন তিনি।
বর, নিতবর মিলে পে লোডারের সামনে বসে। আর ব্যান্ড পার্টির সঙ্গে চলেছে বরযাত্রী। খাদিনা মোড় থেকে যখন চুঁচুড়া তোলাফটকের দিকে যাচ্ছে তখন মাটির কাটার যন্ত্রে টোপর মাথায় বরকে দেখতে রাস্তার দু-পাশে লোক দাঁড়িয়ে পড়েছে। ঢের বরযাত্রী দেখেছে শহরবাসী। কিন্তু এমন বিয়ে দেখেনি।
বরের অবশ্য তাতে ভ্রূক্ষেপ নেই। ইউটিউবার বলেন, "মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আমার পরিবার বন্ধু-বান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছে এটাই অনেক। কে কী ভাবল কে ট্রোল করল ডোন্ট কেয়ার।"
বিয়ে একবারই করবেন তাই সেটাকে মনে রাখার মতো করতে আগে থেকে পরিকল্পনা করেন কুন্তল। কী করলে চমক হবে, সেই ভাবনা থেকেই মগড়া থেকে পে লোডার ভাড়া করে আনেন তিনি।