শেষ আপডেট: 8th January 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বেলুন বিক্রেতা-সহ দু’জন। হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মহিলা পেঁড়ো এলাকার বাসিন্দা, নাম বৈশাখী বাগ (৩৫)। ঘটনায় বেলুন বিক্রেতা নেপাল দলুইয়েরও একটি পা উড়ে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা
প্রতি বছরের এই সময় হরিশপুর কাঁচারিতলায় কালীপুজো হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সেখানে মেলা বসে। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন পঞ্চান্ন বছর বয়সি নেপাল দলুই। কিন্তু এদিন সন্ধের সময় মেলায় তখন শয়ে শয়ে মানুষ আসতে শুরু করেছেন, তখনই আচমকা বিকট শব্দ করে ফেটে যায় সিলিন্ডার।
বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়ে যায়। কিছুটা দূরেই দাঁড়িয়েছিলেন মহিলা। গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে ঢাকনা ছিটকে তাঁর গায়ে লাগতেই লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। অন্যদিকে আরেক মহিলা আহত হন বলে খবর।
পুলিশ জানিয়েছে, বেলুন বিক্রেতা নেপালবাবুর একটি পা উড়ে গেছে। এদিন প্রথমে তাঁকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া আহত দু'জনকে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় এবং অন্যজনের চিকিৎসা উদয়নারায়ণপুর হাসপাতালেই চলছে বলে খবর।
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে হামেশাই দুর্ঘটনার কথা শোনা গেলেও সে বিষয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। কোনওরকম সুরক্ষা ছাড়া কীভাবে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। মেলার আয়োজকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।