শেষ আপডেট: 30th October 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডাক্তার দেখাতে আসা এক মহিলাকে দোকানের ভিতর টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এই ঘটনায় বুধবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায় আরামবাগে। আরামবাগের লিঙ্ক রোডের আলম মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। সূত্রের খবর গোঘাটের বাসিন্দা ওই মহিলা আরামবাগে এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার এসে না পৌঁছনোয় অপেক্ষা করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তাঁর প্রতিবেশী এক যুবক বারবার উত্যক্ত করছিল তাঁকে। অন্যত্র ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ারও প্রস্তাব দেয়।
এরপর একরকম জোর করেই তাঁকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে একটি গুদাম ঘরে ঢুকিয়ে দেয়। এরপর শাটার ফেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর মহিলার অভিযোগে ধরে ফেলেন ওই ব্যক্তিকে। শুরু হয় গণধোলাই। পরে গোঘাট থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নির্যাতিতার বোন বলেন, “আমার দিদি এসেছিল ডাক্তার দেখাতে। ওই যুবক বারবার বলতে থাকে এখানে ডাক্তার আসেনি। অন্য জায়গায় যেতে। ডাক্তার দেখানোর আশ্বাস দিয়ে গুদামে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করে।”নির্যাতিতা মহিলাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবক গণধোলাইয়ে জখম হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবারই গণধর্ষণের অভিযোগ উঠেছে কল্যাণীতে। স্বামীর সঙ্গে যাওয়ার সময় এক তরুণী বধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই ঘটনাতেও ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে।