শেষ আপডেট: 2nd December 2024 17:07
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ওয়ারেন্ট নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ সেই ওয়ারেন্ট ছিঁড়ে ফেলে পুলিকেই আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। আক্রান্ত হন মগড়া থানার পুলিশকর্মীরা। হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,২০২৩ সালের একটি মামলায় অভিযুক্ত দুজনকে আদালতের জারি করা ওয়ারেন্ট নিয়ে রবিবার রাতে গ্রেফতার করতে যায় পুলিশ। মগড়া থানার বাসুদেবপুর অধিকারীপাড়া এলাকার বাসিন্দা তারা। পুলিশ দেখে গাড়ি ঘিরে ধরে গ্রামবাসীদের একাংশ। গাড়ি থেকে নামতেই ধাক্কাধাক্কি শুরু করে পুলিশকে। জনতার হামলায় আহত হন ৩ পুলিশ কর্মী। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। তাণ্ডব চলে বেশ কিছুক্ষণ ধরে।
এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের কাজে বাধা দেওয়া ও আক্রমণের অভিযোগে রাতেই মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তনেশ ঘোষ, সুজিত অধিকারি, কৌশিক গোস্বামী, দেবাশিস সরকার, দেবেশ অধিকারী, কুণাল অধিকারী, গৌতম বিশ্বাস, অমর স্বর্ণকার, প্রসেনজিৎ পাল, বঙ্কিম ঘোষ ও ভাস্কর দাস। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ।