শেষ আপডেট: 14th August 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়া রেল স্টেশনে টিকিট কাউন্টারে আগুন। এই ঘটনায় ধোঁয়ায় ঢাকল স্টেশন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় কাউন্টারের সামনে। ঘটনাস্থলে দমকলে যায় একটি ইঞ্জিন।
টিকিট কাউন্টারে তখন চারজন বুকিং ক্লার্ক কাজ করছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পান অনেকেই। নিমিষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিন। কর্মরত কর্মীরা ভয়ে ছুটে বেরিয়ে আসেন কাউন্টার থেকে। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন রেলের নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় দমকলে। একটি ঘটনাস্থলে আসে। তার আগেই অবশ্য আগুন নিভে যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
স্টেশনের এক আধিকারিক সঞ্জয় কুমার সাউ বলেন, কর্মীরা টিকিট কাউন্টারের কাজ করছিলেন। টিকিট ঘরের সুইচ বক্সে আচমকাই স্পর্ক হয়। তারপর ধোঁয়া ঢেকে যায় ওই ঘর। যাঁরা ওই ঘরে কাজ করছিলেন তাঁরা ভয়ে বেরিয়ে আসেন। কাউন্টারে থাকা যাত্রীরাও দূরে সরে যান। পরে দমকল আসার আগেই ফায়ার এক্সটিগুইসার দিয়ে সুইচবক্সে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়। তবে দমকল কর্মীরা এসে বিষয়টি খতিয়ে দেখেছেন।