শেষ আপডেট: 2nd December 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চণ্ডীতলার ছাত্র খুনে দুই অভিযুক্তকে লখনউ থেকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সেখানকার আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ধৃতদের রাজ্যে নিয়ে আসা হচ্ছে।
বন্ধুদের সঙ্গে নৌকাবিহারে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মৌসম বাঙালের(১৮)।গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হেড়িয়াদহ গ্রামের বাসিন্দা ছিল ওই ছাত্র। শুক্রবার শিয়াখালা বেনিমাধব স্কুলের ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়।
পরিবারসূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রকে ফোন করে ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু। সকাল সাড়ে ন'টায় সাইকেল নিয়ে বেরিয়ে যায় মৌসম। স্থানীয় পদ্মপুকুরে ডিঙি নৌকা চেপে ঘোরে। বেলা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় ফোন করে বাড়ির লোক। ফোন বন্ধ ছিল ছাত্রের। এরপর খুঁজতে গিয়ে দেখা যায় সাইকেল পরে আছে তার।পুকুর পারে চটিও পাওয়া যায়। কিন্তু তার আর খোঁজ মেলেনি।
তারপরেই চণ্ডীতলা থানার দ্বারস্থ হয় পরিবার। গত শুক্রবার রাত দশটা নাগাদ ওই জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনায় ছাত্রের তিন বন্ধু প্রবীর ঘাউ, শ্রীকান্ত মণ্ডল ও রাজা মহন্তর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। পুলিশ তদন্তে নেমে তিনজনের খোঁজ শুরু করে।
রবিবার রাতে লখনউ স্টেশনে থেকে শ্রীকান্ত ও রাজাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার লখনউ আদালতে পেশ করা হয় তাদের। মঙ্গলবারই ট্রানজিট রিমান্ডে তাদের চণ্ডীতলা নিয়ে আসা হবে। মূল অভিযুক্ত প্রবীর ঘাউ অবশ্য এখনও অধরা। মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় প্রবীরের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল মৌসমের। প্রবীরের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।