শেষ আপডেট: 5th January 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার জাল পাসপোর্ট কাণ্ডে হুগলির সিঙ্গুর থেকে গ্রেফতার দুই যুবক। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, পাসপোর্টের জন্য প্রয়োজনীয় জাল শংসাপত্র তৈরি করত তারা। শুক্রবার গভীর রাতে হুগলির সিঙ্গুরের গান্ডারপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম অনির্বান সামন্ত ও গণেশ চক্রবর্তী। এদের দুজনকেই সিঙ্গুরের নান্দা থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা নিয়ে রীতিমতো তাজ্জব দুজনের পরিবার ও প্রতিবেশীরা।
অনির্বানের মা ও প্রতিবেশীদের দাবি, এলাকায় অনির্বানের সুনাম রয়েছে। সকলেই 'ভালো ছেলে' হিসাবেই তাকে চেনে। বাড়িতে টিউশন পড়ানোর পাশাপাশি সে আলুর ব্যবসা করে। প্যান কার্ড তৈরি করে দিতেন। কিন্তু এমন কোনও অনৈতিক কাছে সঙ্গে সে যে যুক্ত থাকতে পারে একথা কেউ বিশ্বাস করতে চাইছেন না।
অপরদিকে গণেশ চক্রবর্তীর মায়ের দাবি, ছেলে বিমা এজেন্টের কাজ করে। কিন্তু জাল নথিপত্র বানানোর কোনও চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা সে ব্যপারে তিনি কিছুই জানেন না।
শুক্রবার গভীর রাতে এই দুজনের বাড়িতেই স্থানীয় থানার সঙ্গে যৌথভাবে অভিযান চালায় বর্ধমান পুলিশ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনার পর থেকে দুজনের প্রতিবেশীরা অবাধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পাসপোর্ট জালিয়াতিতে কয়েকদিন আগেই স্বরূপ রায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জেরার সময়ে এই সিঙ্গুরের এই দুই যুবকের নাম উঠে আসে। এরপরেই সিঙ্গুরে অভিযান চালায়।
বাংলাদেশিদের জাল নথিপত্র করিয়ে দেওয়া অভিযোগে রাজ্য জুড়ে অভিযান চলছে। এই অভিযান একাধিক জেলা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবারে সেই জেলাগুলির মধ্যে হুগলির নামও জুড়ল।